আর্কাইভ  মঙ্গলবার ● ১৬ এপ্রিল ২০২৪ ● ৩ বৈশাখ ১৪৩১
আর্কাইভ   মঙ্গলবার ● ১৬ এপ্রিল ২০২৪
 width=
 
 width=
 
শিরোনাম: কুড়িগ্রামে অষ্টমীর স্নান করতে এসে মারা গেলেন পুরোহিত       বাস-পিকআপ সংঘর্ষে ১১ জন নিহত       উপজেলা পরিষদ নির্বাচন: রংপুরে ৩০ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল        ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে ডোমার ও ডিমলায় মনোনয়ন জমা দিলেন ৩৫ জন       নীলফামারীতে বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে গণধর্ষন -গ্রেপ্তার ৬      

 width=
 

সৈয়দপুরে কৃষকদের মাঝে কৃষিযন্ত্র বিতরণ

সোমবার, ১ ফেব্রুয়ারি ২০২১, দুপুর ০২:৫২

স্টাফ রিপোর্টার,নীলফামারী॥ মুজিববর্ষ উপলক্ষে নীলফামারী সৈয়দপুর উপজেলায় ১০০ জন কৃষকের মাঝে কৃষি যন্ত্রপাতি ও মাটি পরীক্ষার ভিত্তিতে সার সুপারিশমালা কার্ড বিতরণ করা হয়েছে। আজ সোমবার(১ ফেব্রুয়ারী/২০২১) দুপুরে সৈয়দপুর উপজেলা কৃষি প্রশিক্ষণ কেন্দ্র চত্বরে রংপুর বিভাগ কৃষি ও গ্রামীণ উন্নয়ন প্রকল্পের আওতায় ১০০ জন কৃষকদের হাতে কৃষি যন্ত্রপাতি ও সার কার্ড তুলে দেন প্রধান অতিথি সৈয়দপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোখছেদুল মোমিন। সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসিম আহমেদের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শাহিনা বেগম, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ মমতা সাহা, কৃষিবিদ সালাহ উদ্দিন, নীলফামারী কৃষি সম্প্রসারণ অধিদফতরের কৃষি প্রকৌশলী উজ্জ্বল কুমার কর, উপজেলা শিক্ষা অফিসার শাহজাহান মন্ডল, উপজেলা নির্বাচন অফিসার রবিউল আলম, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর নিরঞ্জন কুমার শীল, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সুণীল কুমার দাস, উপ-সহকারি কৃষি কর্মকর্তা বাসুদেব দাস প্রমুখ। উপজেলা কৃষি অফিস জানায়, উপজেলার পাঁচটি ইউনিয়ন ও পৌরসভা এলাকার ১০০ জন কৃষক-কৃষাণীদের মাঝে বিভিন্ন কৃষি যন্ত্রপাতির মধ্যে রয়েছে, ছয়টি ফুট পাম্প মেশিন, নয়টি হ্যান্ড স্প্রেয়ার মেশিন, সাতটি পাওয়ার স্প্রেয়ার মেশিন, তিনটি উইডার মেশিন এবং একটি উইনোয়ার মেশিন। পাশাপাশি মাটি পরীক্ষার ভিত্তিতে কৃষকদের মাঝে সার সুপারিশমালা কার্ড বিতরণ করা হয়।

মন্তব্য করুন


 

Link copied