আর্কাইভ  শনিবার ● ২০ এপ্রিল ২০২৪ ● ৭ বৈশাখ ১৪৩১
আর্কাইভ   শনিবার ● ২০ এপ্রিল ২০২৪
 width=
 
 width=
 
শিরোনাম: কিশোরী গৃহকর্মীকে খুন্তির ছ্যাকা; রংপুর মেডিকেলে মৃত্যু যন্ত্রণায় পাঞ্জা লড়ছে নাজিরা       সারাদেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি       হিট অ্যালার্টে ৭ দিন স্কুল বন্ধের দাবি       শিল্পী সমিতির নতুন সভাপতি মিশা, সম্পাদক ডিপজল       নীলফামারীতে গোপন বৈঠক থেকে জামায়াতের ৩ নেতা গ্রেপ্তার      

 width=
 

নীলফামারীতে তৃতীয় দিনে গ্রহন করলেন ১০৭০ জন

মঙ্গলবার, ৯ ফেব্রুয়ারি ২০২১, বিকাল ০৭:১৯

স্টাফ রিপোর্টার,নীলফামারী॥ বয়স কিছুটা শিথিলের পর নীলফামারীতে করোনা সুরক্ষা টিকা গ্রহনে বেড়েছে আগ্রহ। টিকা গ্রহন কার্যক্রমের তৃতীয় দিন আজ মঙ্গলবার(৯ ফেব্রুয়ারী/২০২১) জেলায় টিকা গ্রহন করেছেন এক হাজার ৭০ জন। পাশপাশি বিকাল পাঁচটা পর্যন্ত টিকা গ্রহনের জন্য জেলায় নিবন্ধন করেছেন ছয় হাজার ৪৭৮ জন। জেলার সাতটি কেন্দ্রে প্রথমদিন টিকা গ্রহন করেছেন ২৩০ জন। তাদের মধ্যে নারী ছিলেন ৪১ জন। দ্বিতীয় দিনে সংখ্যা ছিল ৫৩০ জন। তাদের মধ্যে নারী ৯৪ জন। এরপর বয়স কিছুটা শিথিলের তৃতীয় দিনে এ সংখ্যা পৌঁছে এক হাজার ৭০ জনে। যার মধ্যে নারী ছিলেন ১৭২ জন। তৃতীয় দিনের এ সখ্যার মধ্যে জেলা সদরে ৫৩০ জনের মধ্যে নারী ৬০ জন, ডোমারে ৮০ জনের মধ্যে ১২ জন নারী, ডিমলায় ১৫০ জনের মধ্যে ৩১ জন নারী, জলঢাকায় ১৪০ জনের মধ্যে ৪৪ জন নারী, কিশোরীগঞ্জে ৪০ জনের মধ্যে ৩ জন নারী ও সৈয়দপুরে ১৩০ জনের মধ্যে ২২ জন নারী রয়েছেন। পাশপাশি আজ মঙ্গলবার বিকাল পাঁচটা পর্যন্ত টিকা গ্রহনের জন্য নিবন্ধন করেছেন জেলা সদরে দুই হাজার ৪০৯ জন, ডোমারে ৫৮৮ জন, ডিমলায় ৫৯৬ জন, জলঢাকায় ৬২১ জন, কিশোরীগঞ্জে ৬৩৩ জন এবং সৈয়দপুরে এক হাজার ৬৩১ জন। এদিকে আজ মঙ্গলবার দুপুরে নীলফামারী জেনারেল হাসপাতাল কেন্দ্রে টিকা নিতে দেখা গেছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে। তারা স্বতঃস্ফূর্তভাবে টিকা নিতে এসছিলেন ওই কেন্দ্রে। বেশীরভাই নিবন্ধন সম্পন্ন করে টিকা কার্ড হাতে নিয়ে এলেও অনেকেই নিবন্ধন সেরেছেন টিকা দান কেন্দ্রে এসে। তাদের মধ্যে নীলফামারী মডেল কলেজের অধ্যক্ষ গোলাম মোস্তফা বলেন, আগে ভেবেছিলাম প্রক্রিয়াটি হয়তো কঠিন। কিন্তু কেন্দ্রে এসে অল্প সময়ের মধ্যে নিবন্ধন সম্পন্ন করে টিকা গ্রহন করতে পেরে খুব ভালো লাগছে। জেলায় প্রথমধাপে ৩০ হাজার জনকে প্রদান করা হবে। এজন্য সাতটি কেন্দ্রে ২২টি বুথ স্থাপন করা হয়েছে। এর মধ্যে জেলা সদরের নীলফামারী জেনারেল হাসপাতালে ১১টি, অন্য পাঁচ উপজেলায় দুইটি করে এবং সৈয়দপুর সেনানিবাস হাসপাতালে একটি রয়েছে। জেলা সিভিল সার্জন মোঃ ডাঃ জাহাঙ্গীর কবির বলেন, টিকা গ্রহনে মানুষের আগ্রহ বাড়ছে। প্রক্রিয়া সহজ করতে সকল কেন্দ্রে নিবন্ধন সম্পন্ন করার ব্যবস্থা রাখা হয়েছে। ৪০ বছরের উর্দ্ধে যে কেউ কেন্দ্রে এসে বিনা খরছে নিবন্ধন সম্পন্ন করে টিকা টিকা গ্রহন করতে পারেন। তিনি বলেন, গত তিন দিনে জেলায় এক হাজার ৮২০ জন টিকা গ্রহন করেছেন। তাদের মধ্যে কারো কোন পার্শ্বপ্রতিক্রিয়া হয়নি। করোনার সুরক্ষা নিশ্চিত করার জন্য টিকা গ্রহনের আহ্বান জানাচ্ছি।

মন্তব্য করুন


 

Link copied