হাসান আল সাকিব: থানায় সেবা নিতে গিয়ে কেউ হয়রানির শিকার হলে ওসির বিরুদ্ধে ব্যবস্থা বলে ঘোষণা দিয়েছেন রংপুরের পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার।
সোমবার (২২ ফেব্রুয়ারি) সদর কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান এর সভাপতিত্বে থানায় আয়োজিত মাসিক অপরাধ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এ সময় তিনি আরও বলেন, থানা হবে মানুষের সেবার কেন্দ্র।একজন মানুষ নিরুপায় হয়েই থানায় যায়। হয়তো তার সব সমস্যার সমাধান নাও দিতে পারে, কিন্তু তার কথাগুলো মনোযোগ দিয়ে শুনুন, কী করতে হবে বুঝিয়ে বলুন, তার সঙ্গে ভালো ব্যবহার করুন। থানায় এসে হাসিমুখে মানুষ যেন কাঙ্ক্ষিত সেবা পায়, এই প্রয়াস যেন অব্যাহত থাকে। থানায় এসে মানুষ যদি ভালো ব্যবহার পায়, পুলিশের প্রতি মানুষ সন্তুষ্ট থাকবে। এতে পুলিশের ওপর মানুষের বিশ্বাস ও আস্থায় জায়গা আরও বাড়বে।
পুলিশ সুপার বলেন, মাদক জঙ্গিবাদবিরোধী অভিযান আরও জোরদার করার জন্য ও থানার ওসিদের বিশেষ নির্দেশনাসহ গণমুখী বিট পুলিশিং সেবা নিশ্চিত করা ও সাধারণ জনগণ যাতে বিট পুলিশিং সেবা এবং থানায় গিয়ে প্রত্যাশিত সেবা পায় তা নিশ্চিত করতে কোতয়ালী থানার পুলিশ কর্মকর্তাদের সর্বোচ্চ সহযোগিতার মানসিকতা নিয়ে কাজ করারও আহ্বান জানান।
মাসিক অপরাধ ও আইন শৃংখলা পর্যালোচনা সভায় কোতয়ালী থানার পুলিশ সদস্যদের উদ্দেশ্যে বলেন, থানার সকল অফিসার ফোর্সদের নিয়ে অপরাধ দমন, গণমূখি বিট পুলিশিং সেবা, ওয়ারেন্ট তামিল, মাদকচক্র ও থানা এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ, মাদক উদ্ধার, জুয়া-চোরাচালান, বাল্যবিবাহ, ইভটিজিং প্রতিরোধ, আসামি গ্রেপ্তার, গ্রেফতারি পরোয়ানা তামিলসহ থানায় আগত সেবা ভোগীদের সেবা প্রদান নিশ্চিত করার নির্দেশ দেন।
এসময় আরও উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) আবু তৈয়ব আরিফ হোসেন সহ কোতয়ালী থানার বিভিন্ন পর্যায়ের পুলিশ কর্মকর্তারা।