লালমনিরহাট প্রতিনিধি।। লালমনিরহাটে খালেকুল বাদশা নামে এক এসআই’র ম্যাগজিনসহ হারিয়ে যাওয়া গুলি উদ্ধার করেছে সদর থানা পুলিশ। গুলি হারিয়ে যাওয়ার ওইদিনই এক রাউন্ড গুলি উদ্ধার করা হলেও বাকী আরও ৭ রাউন্ড গুলি উদ্ধার করতে পারেনি পুলিশ। এ ব্যাপারে এসআই বাদশা সন্তোষজনক জবাব দিতে ব্যর্থ হওয়ায় তাকে সাময়িক বরখাস্ত করা হয়।
সোমবার (২২ ফেব্রুয়ারী) রাত ৮টার দিকে কলেজ বাজার এলাকায় প্রসাব করতে গিয়ে রফিকুল নামে এক পথচারী গুলি ভর্তি ম্যাগজিন দেখতে পেয়ে ৯৯৯ এ কল দিলে সদর থানা পুলিশ ঘটনা স্থলে গুলি গুলো উদ্ধার করে।
গুলি উদ্ধারকারী পথচারী রফিকুল ইসলাম জানান, তার প্রসাবের বেগ আসলে সে কলেজ বাজারের একটি পরিত্যাক্ত এলাকায় মোবাইলের লাইট জ্বালিয়ে প্রসাব করতে যান। প্রসাব করার আগেই মোবাইলের লাইটের আলোয় সোনালী বর্নের কিছু একটা দেখতে পেলে সে একটা লাঠি দিয়ে খোচালে গুলি ভর্তি একটি ম্যাগজিন দেখতে পায়। পরে সেখান থেকে বেড়িয়ে এসে ৯৯৯ কল দিলে সদর থানা পুলিশ এসে ৭ রাউন্ড গুলিসহ ম্যাগজিন উদ্ধার করে থানা নিয়ে যায়।
লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ আলম ম্যাগজিনসহ গুলি উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, এর আগে এক রাউন্ড গুলি উদ্ধার হয়েছে। আজ বাকী ৭ রাউন্ড গুলি উদ্ধার হলো। গুলি ভর্তি ম্যাগজিন সেখানে কেউ লুকিয়ে রেখেছিল কি না তা খতিয়ে দেখা হচ্ছে।
তিনি আরও জানান, অভিযান চালানোর সময় এসআই বাদশা তার ব্যবহৃত পিস্তলের গুলি ভর্তি ম্যাগজিন হারিয়ে ফেলেন। এরপর বিষয়টি থানায় না জানিয়ে গোপন রাখলে ওই দিনই তাকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়।
এর আগে গত ২৮ জানুয়ারী সোমবার লালমনিরহাট সদর উপজেলার কলেজ বাজার এলাকায় আসামি গ্রেফতার করতে গিয়ে গুলিসহ ম্যাগজিন হারান এসআই খালেকুল বাদশা।