আর্কাইভ  শুক্রবার ● ২৯ মার্চ ২০২৪ ● ১৫ চৈত্র ১৪৩০
আর্কাইভ   শুক্রবার ● ২৯ মার্চ ২০২৪
 width=
 
 width=
 
শিরোনাম: রংপুরে ট্রাক্টর চাপায় পিষ্ট হয়ে ৪ বছরের শিশু নিহত       রংপুর বিভাগ থেকে ২০ বছরে ২ লাখ ২৭ হাজার কর্মী বিদেশ গেছেন       দিনাজপুরে ছিনতাইকৃত মালামাল উদ্ধারসহ ছিনতাইকারী চক্রের দুই সদস্য গ্রেপ্তার        জমি রেজিস্ট্রি করে না দেয়ায় বাবাকে কবর দিতে ছেলের বাঁধা ॥ পুলিশের হস্তক্ষেপে দাফন       নীলফামারীতে স্বামীর প্রথম বিয়ের খবরে নববধূ দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যা ॥ স্বামী গ্রেপ্তার      

 width=
 

উদীয়মান রংপুর মহানগর যেন বাসযোগ্য হয়

শনিবার, ২০ মার্চ ২০২১, সকাল ০৯:৫৬

মো. শহিদুল ইসলাম উত্তরবঙ্গের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিভাগীয় নগর-রংপুর সিটি কর্পোরেশন। ঐতিহাসিকভাবেই নগরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের প্রথম ছাপাখানা এই রংপুর নগরেই প্রতিষ্ঠিত হয়েছিল। নগর হিসেবে রংপুরের যাত্রা শুরু হয়েছিল ১৭৬৯ সালে। ১৮৬৯ সালে মিউনিসিপাল, ২০০৮ সালে বিভাগ, ২০১২ সালে সিটি কর্পোরেশন হিসেবে যাত্রার ফলে নগরটির গুরুত্ব বহুগুণে বেড়ে যায়। নগরের বর্তমান জনসংখ্যা ৭৯৬৫৫৬।ওয়ার্ড সংখ্যা  ৩৩ টি। নগরটির একেবারে কোলঘেঁষে একটি পাবলিক বিশ্ববিদ্যালয়- বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, একটি সরকারি মেডিকেল কলেজ-রংপুর মেডিকেল কলেজ, একটি বিখ্যাত কলেজ - কারমাইকেল কলেজ, এছাড়াও কিন্ডারগার্টেন ১৪১ টি, প্রাইমারি স্কুল ২৪৯ টি, উচ্চ বিদ্যালয় ৫৪ টি, সিটি কর্পোরেশন কর্তৃক পরিচালিত উচ্চ বিদ্যালয় ১৭ টি (উচ্চ বিদ্যালয় ০৪ টি, স্যাটেলাইট স্কুল ০৩ টি, সিজিপি কর্তৃক পরিচালিত স্কুল ১০ টি),  কলেজ ২৮ টি। সরকারি হাসপাতাল ০৪ টি,  প্রাইভেট হাসপাতাল ৬৯ টি, প্রাইভেট ক্লিনিক ২৫ টি, ডায়াগনস্টিক সেন্টার ১০৩ টি, ডেন্টাল ক্লিনিক/ হাসপাতাল ৪০ টি, হাট/ বাজার ২৩ টি, ০১ চিড়িয়াখানাসহ মোট চারটি পার্ক ও তিনটি সিনেমা হল এবং অন্যান্য সরকারী, বেসরকারী প্রতিষ্ঠানের অবস্থানের কারণে আশেপাশের সব জেলাসহ দেশের অন্যান্য অঞ্চলের অনেক মানুষের কাছে নগরটি জনপ্রিয় ও আকর্ষণীয় হয়ে উঠছে দিন দিন। ফলে নগরের পরিসর বেড়েই চলেছে। নগরটি দেশের অন্যান্য নগর যেমন ঢাকা, চট্টগ্রাম, সিলেট, খুলনা ও রাজশাহী মতো পূর্ণতা পায়নি এখনো। তবে বহুমাত্রিক কর্মকাণ্ড ও সেবাপূর্ণ এই নগর অদূর ভবিষ্যতে খুব দ্রুত দেশের অন্যান্য পুরনো নগরগুলোর মত বৃদ্ধি পেতে চলেছে। তাই এখনই সময় রংপুর নগরটিকে সঠিক পরিকল্পনা অনুযায়ী গড়ে তোলা যাতে নগরটিকে একটি আদর্শ নগরে পরিণত করা যায় এবং ঢাকা, চট্টগ্রাম ইত্যাদি নগরের মতো নানামুখী সমস্যা যেমনঃ জলাবদ্ধতা, যানজট, দূর্গন্ধ, দূষণ ইত্যাদির সম্মুখীন হতে না হয়। উদীয়মান বৃহত্তম নগর হিসেবে রংপুর নগরে বিভিন্ন সমস্যা খুবই লক্ষণীয়ঃ ক. অপ্রশস্ত রাস্তা ও অপর্যাপ্ত ফুটপাত। খ. অপরিকল্পিত স্থাপনা: অধিকাংশ এলাকায় অপরিকল্পিতভাবে বিভিন্ন স্থাপনা গড়ে উঠছে যা এখনই নিয়ন্ত্রণ করা না গেলে ভবিষ্যতে অন্যতম প্রধান সমস্যা হয়ে দাঁড়াবে। গ. ড্রেনেজ অসুবিধা: নগরীর অধিকাংশ এলাকায় পর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থাপনা নেই। যেসব এলাকায় ড্রেনেজ সুবিধা আছে; সেগুলোও অপর্যাপ্ত ও নানা ধরণের সমস্যায় জর্জরিত।  যেমনঃ অগভীর, অপ্রশস্ত, আবদ্ধ ইত্যাদি। ঘ. জলাবদ্ধতা: উত্তরের নগর রংপুর  প্রায় হিমালয়ের পাদদেশে অবস্থিত, কিন্তু নগরটি গত কয়েক বছরে যে পরিমাণ জলাবদ্ধতা সমস্যার সম্মুখীন হয়েছে তা খুবই হতাশার এবং উদ্ভেগের। ২০২০ সালে প্রায় পুরো নগর তিন থেকে সাত দিন পানিতে নিমজ্জিত ছিল। কোন কোন এলাকা দুই থেকে তিন ফিট পানির নিচে ডুবে গিয়েছিল। ঙ. অগ্নি নির্বাপণ অব্যবস্থাপনা: নগরের অধিকাংশ স্থাপনায় অগ্নি নির্বাপণ ব্যবস্থাপনা নেই, যেসব স্থাপনায় আছে সেগুলোও যথাযথ নয় এবং অগ্নি নির্বাপণ ব্যবস্থাপনা বিষয়ে নগরের অধিকাংশ মানুষের জ্ঞানের অভাব। চ. ইলেকট্রিক ও বিভিন্ন তার সম্পর্কিত সমস্যা: ইলেকট্রিক ও অন্যান্য তারগুলো সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে স্থাপন করা হয়নি যা যেকোন এলাকা বা পরিবেশের জন্য খুবই বিপজ্জনক। ছ. ভূমিকম্প বিষয়ক পরিকল্পনাহীনতা: বাংলাদেশের ভূমিকম্প প্রবণ অঞ্চলগুলোর মধ্যে রংপুর অন্যতম। নগরের স্থাপনাগুলো ভূমিকম্প সহনীয় কি না এ বিষয়ে কোনো তথ্য নেই। এবং নগরবাসীরও এ বিষয়ে সচেতনতার অভাব। এছাড়াও বিভিন্ন প্রকার দূষণ, দূ্র্গন্ধ, বস্তি  ইত্যাদি সমস্যাও উল্লেখযোগ্য। যাহোক, যাবতীয় সমস্যার সমাধান পূর্বক সঠিক নকশা ও পরিকল্পনা অনুযায়ী উন্নয়ন করা গেলে রংপুর নগরকে একটি   আদর্শ নগর হিসেবে গড়ে তোলা সম্ভব। যথাযথ কর্তৃপক্ষ ও নগরবাসীর সমন্বয়ে কাজ করা গেলে নগরের সমস্যার সমাধান যেমন সম্ভব; তেমনি সম্ভব ভবিষ্যতের অন্যতম আদর্শ নগর হিসেবে রংপুরের অগ্রযাত্রা। লেখক: প্রভাষক (ভূগোল), রংপুর ক্যাডেট কলেজ, রংপুর ।Email:sahidulislamges@gmail.com

মন্তব্য করুন


 

Link copied