আর্কাইভ  শুক্রবার ● ১৯ এপ্রিল ২০২৪ ● ৬ বৈশাখ ১৪৩১
আর্কাইভ   শুক্রবার ● ১৯ এপ্রিল ২০২৪
 width=
 
 width=
 
শিরোনাম: পলাশবাড়ীতে আসামির ছুরিকাঘাতে বাদীর মৃত্যু, গ্রেফতার ১       মন্ত্রী-সংসদ সদস্যদের সন্তান-স্বজনের ভোটে না দাঁড়ানোর নির্দেশ       ভোজ্যতেলের দাম বাড়ল, খোলা তেলে সুখবর       বিএনপি নেতা সোহেলের নিঃশর্ত মুক্তি দাবিতে রংপুরে  মানববন্ধন ও সমাবেশ        খরার ঝুঁকিতে রংপুর অঞ্চল      

 width=
 

দিনাজপুর প্রেসক্লাবে বাচ্চু সভাপতি এবং ডলার সম্পাদক নির্বাচিত

মঙ্গলবার, ১৩ এপ্রিল ২০২১, বিকাল ০৫:৩৫

সন্ধ্যায় ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করেন,নির্বাচন পরিচালনা কমিটি। ফলাফলে সভাপতি পদে বর্তমান কমিটি’র সভাপতি স্বরূপ বকসী বাচ্চু (দৈনিক আজকালের খরব) পেয়েছেন, ৩২ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক সভাপতি চিত্ত ঘোষ (দৈনিক সংবাদ) পেয়েছেন, ২৯ ভোট। সহ-সভাপতি পদে শাহ্ আলম শাহী ( চ্যানেল আই) ৩৪ ভোট এবং কংকন কর্মকার (দি ডেইলি স্টার) ৩৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী আজহারুল আজাদ জুয়েল (দৈনিক আজকের দেশবার্তা) ২৭ ভোট এবং গৌরী শংকর রায় (দৈনিক জনমত) ২০ ভোট পেয়েছেন। সাধারণ সম্পাদক পদে বর্তমান কমিটির সম্পাদক গোলাম নবী দুলাল ( সময় টিভি) পেয়েছেন, ২৮ ভোট এবং সুব্রত মজুমদার ডলার ( বাংলা ভিশন টেলিভিশন) ৩০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। অন্য সাধারণ সম্পাদক প্রার্থী মোফাসিরুল রাশেদ (দি এশিয়ান এইজ) পেয়েছেন, ৪ ভোট। সহ-সাধারণ সম্পাদক পদে রতন সিং (দৈনিক আমাদের সময়) পেয়েছেন, ৪০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী খাদেমুল ইসলাম ( এসএ টিভি) পেয়েছেন, ২০ ভোট।

কোষাধ্যক্ষ পদে রফিকুল ইসলাম ফুলাল (দৈনিক বণিক বার্তা) ২৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবুল কাসেম(দেশ টিভি) ১৫ ভোট এবং বিপুল সরকার সানি (দৈনিক সমকাল) ১৮ ভোট পেয়েছেন। ৪২ ভোট পেয়ে তথ্য গবেষণা ও প্রচার সম্পাদক কৌশিক বোস(দৈনিক জনমত) নির্বাচিত হয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কুরবান আলী (দৈনিক জনমত) পেয়েছেন, ১৫ ভোট। নির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন,ইফতেখার আহম্মেদ পান্না (দি ডেইলি নিউনেশন) ৪৫ ভোট, রিয়াজুল ইসলাম (দৈনিক প্রতিদিন) ৩৯ ভোট,মুকুল চট্রোপাধ্যায় ( মাই টিভি) ৩৭ ভোট,খোকন কুমার দেব (দৈনিক উত্তর বঙ্গ)৩২ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী আসাদুল্লাহ সরকার (দৈনিক আজকের দেশ বার্তা) ২৪ ভোট,আনিস হোসেন দুলাল (আরটিভি)২৪ ভোট,তনুজা শারমিন তনু (জিটিভি) ২৩ ভোট এবং ইদ্রিস আলী ( দৈনিক দিনকাল) ১২ ভোট পেয়েছেন।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাহিত্য ও পাঠাগার সম্পাদক পদে কাশী কুমার দাস ঝন্টু (দৈনিক উত্তরবঙ্গ), ক্রীড়া সম্পাদক পদে বেলাল উদ্দিন শিকদার ( দৈনিক পল্লীবার্তা), সাংস্কৃতিক সম্পাদক পদে জিন্নাত হোসেন (দৈনিক আজকের সংবাদ),দপ্তর সম্পাদক আব্দুর রাজ্জাক দৈনিক সময়ের আলো) নির্বাচিত হয়েছেন।

শান্তিপূর্ণভাবে কঠোর স্বাস্থ্যবিধি মেনে এই নির্বাচন অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছেন,নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান এডভোকেট আশফাক আহম্মদ।তিনি জানান,দিনাজপুর প্রেসক্লাবে এবারের নির্বাচনে ভোটার সংখ্যা ছিলো ৬৬ জন। এর মধ্যে ৬২ জন ভোটার ভোট প্রয়োগ করেছেন।

মন্তব্য করুন


 

Link copied