আর্কাইভ  শনিবার ● ২০ এপ্রিল ২০২৪ ● ৭ বৈশাখ ১৪৩১
আর্কাইভ   শনিবার ● ২০ এপ্রিল ২০২৪
 width=
 
 width=
 
শিরোনাম: কিশোরী গৃহকর্মীকে খুন্তির ছ্যাকা; রংপুর মেডিকেলে মৃত্যু যন্ত্রণায় পাঞ্জা লড়ছে নাজিরা       সারাদেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি       হিট অ্যালার্টে ৭ দিন স্কুল বন্ধের দাবি       শিল্পী সমিতির নতুন সভাপতি মিশা, সম্পাদক ডিপজল       নীলফামারীতে গোপন বৈঠক থেকে জামায়াতের ৩ নেতা গ্রেপ্তার      

 width=
 

কিশোরীগঞ্জে বজ্রপাতে কৃষক নিহত॥ আহত তিন শ্রমিক

শনিবার, ১ মে ২০২১, দুপুর ০৩:১৪

স্টাফ রিপোর্টার,নীলফামারী॥ বোরোধান কাটতে গিয়ে বজ্রপাতে ঝলসে গিয়ে ঘটনাস্থলে নিহত হয়েছে কোহিনুর ইসলাম(৪০) নামে এক কৃষক। এ সময় আহত হয় নিহত কৃষকের জমিতে ধানকাটারত তিন কৃষি শ্রমিক। আজ শনিবার(১ মে/২০২১) সকাল ৯টার দিকে ঘটনাটি ঘটে নীলফামারীর কিশোরীগঞ্জ উপজেলার পুটিমারী ইউনিয়নের ভেড়ভেড়ী দলবাড়ি নামক স্থানে। এলাকাবাসী আহতদের উদ্ধার করে কিশোরীগঞ্জ হাসপাতালে ভর্তি করলে এদের মধ্যে রফিকুল ইসলামের(৪৫) অবস্থা আশংঙ্কা জনক হওয়ায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য স্থানান্তরিত করা হয়। অপর আহত দুইজন নাজমুল ইসলাম (৩৫) এবং স্বাধীন মিয়াকে (৩০) উপজেলা হাসপাতালে চিকিৎসাধীর রয়েছে। অপরদিকে একই দিন সকালে জেলার ডিমলা উপজেলার বিভিন্ন এলাকার উপর দিয়ে শিলাবৃস্টি সহ ঝড়োহাওয়া বয়ে গেছে। এতে উঠতি বোরো ধান সহ রবি ফসলের ক্ষতি হয়েছে। বজ্রপাতের ঘটনায় পুটিমারী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মাহবুবার রহমান বাদশা মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার সময় বজ্রসহ বৃষ্টি হচ্ছিল। কৃষক কোহিনুর ইসলাম তিনজন কৃষি শ্রমিক সহ তার জমির বোরো ধান কাটছিল। প্রচন্ড একটা বজ্রপাত ঘটলে ঘটনাস্থলে জমির মালিক ঘটনাস্থলে মারা যায় ও তিন কৃষি শ্রমিক আহত হয়। কিশোরীগঞ্জ হাসপাতালের জরুরী বিভাগের মেডিকেল অফিসার মোখলেছুর রহমান জানান, বজ্রপাতে আহত তিনজনের মধ্যে রফিকুল ইসলাম নামে একজনের অবস্থা আশংঙ্কাজনক হওয়ায় তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। কিশোরীগঞ্জ থানার ওসি ঘটনার সত্যতা নিশ্চিত করেন। অপর দিকে জেলার ডিমলা উপজেলার টেপাখড়িবাড়ি,গয়াবাড়ি, নাউতারা, খালিশাচাঁপানী ,খগাখড়িবাড়ি ও পূর্বছাতনাই ইউনিয়নের বেশ কিছু গ্রামে শিলাবৃস্টি সহ ঝড়ো হাওয়া বয়ে যায়। এলাকার কৃষকরা জানায় এতে করে উঠতি বোরো ধান ও রবি ফসলের বেশ ক্ষতি সাধিত হয়েছে। উক্ত এলাকার জনপ্রতিনিধিরা ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

মন্তব্য করুন


 

Link copied