আর্কাইভ  শুক্রবার ● ১৯ এপ্রিল ২০২৪ ● ৬ বৈশাখ ১৪৩১
আর্কাইভ   শুক্রবার ● ১৯ এপ্রিল ২০২৪
 width=
 
 width=
 
শিরোনাম: পলাশবাড়ীতে আসামির ছুরিকাঘাতে বাদীর মৃত্যু, গ্রেফতার ১       মন্ত্রী-সংসদ সদস্যদের সন্তান-স্বজনের ভোটে না দাঁড়ানোর নির্দেশ       ভোজ্যতেলের দাম বাড়ল, খোলা তেলে সুখবর       বিএনপি নেতা সোহেলের নিঃশর্ত মুক্তি দাবিতে রংপুরে  মানববন্ধন ও সমাবেশ        খরার ঝুঁকিতে রংপুর অঞ্চল      

 width=
 

গাইবান্ধায় প্রধানমন্ত্রীর নাতি পরিচয় দিয়ে প্রতারণার দায়ে প্রতারক গ্রেফতার

মঙ্গলবার, ৪ মে ২০২১, রাত ০৮:৩৮

খায়রুল ইসলাম, গাইবান্ধা প্রতিনিধি: প্রধানমন্ত্রীর নাতি পরিচয়ে রেলওয়েতে চাকুরী দেয়ার নামে প্রতারণনার অভিযোগে গাইবান্ধা সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের মাঠেরপাড় গ্রামে জুয়েল মিয়া নামে এক প্রতারককে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে দুটি পৃথক প্রতারণার মামলায় সদর থানা পুলিশ অভিযান চালিয়ে গত সোমবার রাতে তার বাড়ি থেকে তাকে গ্রেফতার করে। আটক জুয়েল ওই এলাকার মৃত মোখলেছুর রহমানের ছেলে এবং গাইবান্ধা শহরের চিহ্নিত দাদন ব্যবসায়ী আওয়ামী লীগের বহিস্কৃত নেতা মাসুদ রানার ছোট ভাই। গাইবান্ধা সদর থানার অফিসার ইনচার্জ মো. মাহফুজার রহমান জানান, জুয়েল দীর্ঘদিন থেকে বিভিন্ন জায়গায় চাকরি দেয়ার কথা বলে প্রতারণা করে আসছিল। প্রতারণার শিকার দুলা মিয়া ও শহিদুল ইসলাম নামের দুই ব্যক্তি থানায় লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ তাকে গ্রেফতার করে। প্রতারক জুয়েল মিয়া রেলওয়েতে চাকরি দেয়ার কথা বলে দুলু মিয়া ও শহিদুল ইসলামের কাছ থেকে ৩১ লক্ষ টাকা নিয়ে চাকুরী না দিয়ে দীর্ঘদিন থেকে তালবাহানা করে আসছিল। এ ঘটনায় জুয়েল মিয়ার নামে দুটি পৃথক মামলা দায়ের করা হয়েছে। পুলিশের পক্ষ থেকে আটককৃত জুয়েল মিয়ার সাতদিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করা হলে গাইবান্ধার অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মো. নজরুল ইসলাম জেলগেটে তিনদিনের জিজ্ঞাসাবাদের আদেশ দিয়ে আসামীকে জেলহাজতে পাঠায়।

মন্তব্য করুন


 

Link copied