আর্কাইভ  শনিবার ● ২০ এপ্রিল ২০২৪ ● ৭ বৈশাখ ১৪৩১
আর্কাইভ   শনিবার ● ২০ এপ্রিল ২০২৪
 width=
 
 width=
 
শিরোনাম: লালমনিরহাটে মোবাইল ফোনে কথা বলছিল, হঠাৎ পিছন থেকে ট্রেনের ধাক্কায় কাটা পড়লেন যুবক       ঠাকুরগাঁওয়ে নিখোঁজের ২ দিন পরে ছাত্রের মরদেহ উদ্ধার       ছুটি বাড়ল সব শিক্ষাপ্রতিষ্ঠানে       ডিমলা উপজেলা নির্বাচন॥ এমপির ভাই, ভাতিজা ও ভাতিজি বউ প্রার্থী-তৃণমূলে ক্ষোভ       কিশোরী গৃহকর্মীকে খুন্তির ছ্যাকা; রংপুর মেডিকেলে মৃত্যু যন্ত্রণায় পাঞ্জা লড়ছে নাজিরা      

 width=
 

রংপুরে নার্সকে মারধরের অভিযোগে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার

মঙ্গলবার, ২৫ মে ২০২১, রাত ১১:২৭

নিজস্ব প্রকিবেদক: রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স মোকেনা বেগমকে (৪৩) মারধরের অভিযোগে জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান শাফিকে (৩২) গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারের পর মঙ্গলবার (২৫ মে) দুপুরে তাকে আদালতে হাজির করা হলে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে স্ত্রীকে মারধরের অভিযোগে সোমবার (২৪ মে) রাতে রংপুর কোতোয়ালি থানায় মামলা করেন আহত নার্সের স্বামী শফিউল ইসলাম। মামলার পর রাতেই তাকে গ্রেফতার করা হয়। মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, রংপুর নগরীর ধাপ হাজীপাড়া এলাকার বাসিন্দা রমেক হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স মোকেনা বেগমের সঙ্গে জমিজমা নিয়ে প্রতিবেশী মেহেদী হাসান শাফির বিরোধ চলে আসছিল। বাড়ি নির্মাণে তিন ফুট জায়গা ছেড়ে দেয়ার কথা থাকলেও মেহেদী প্রভাব খাটিয়ে কোনো জায়গা না ছেড়ে মোকেনার বাড়ি ঘেঁষে ভবন নির্মাণ করেন। সম্প্রতি নির্মিত ভবনের দেয়ালে রঙ করার জন্য প্রতিবেশী মোকেনার বাড়িতে ঢুকতে চাইলে এতে আপত্তি জানান তিনি। ক্ষিপ্ত হয়ে সোমবার বিকেলে হাসপাতাল থেকে বাড়ি ফেরার পথে অভিযুক্ত মেহেদী হাসান শাফি তাকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করতে থাকেন। এক পর্যায়ে ইটের আঘাতে মোকেনা বেগমের মুখ থেঁতলে যায়। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। মোকেনার স্বামী শফিউল বলেন, পূর্বপরিকল্পিতভাবে শাফি ও তার সহযোগীরা সোমবার বিকেল ৫টার দিকে মোকেনার পথরোধ করে এলোপাথাড়ি ইটপাটকেল নিক্ষেপ করেন। এ ব্যাপারে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশিদ বলেন, আসামি মেহেদী হাসান শাফিকে গ্রেফতার করে মঙ্গলবার দুপুরে কারাগারে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন


 

Link copied