আর্কাইভ  শুক্রবার ● ২৬ এপ্রিল ২০২৪ ● ১৩ বৈশাখ ১৪৩১
আর্কাইভ   শুক্রবার ● ২৬ এপ্রিল ২০২৪
 width=
 
 width=
 
শিরোনাম: শিক্ষাপ্রতিষ্ঠান খোলা নিয়ে প্রজ্ঞাপন জারি       রংপুর বিভাগে আসছেন ভূমিমন্ত্রী       রংপুর জেলা মটর শ্রমিক ইউনিয়নের নব নির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত       রংপুর বিভাগের বিভিন্ন জায়গায় বৃষ্টির জন্য ইস্তিস্কার নামাজ আদায়       যুদ্ধ নয়, আলোচনায় সমাধান সম্ভব : প্রধানমন্ত্রী      

 width=
 

নীলফামারীতে ৪ চোরাই অটোরিক্সাভ্যানসহ গ্রেফতার ৪

রবিবার, ৬ জুন ২০২১, দুপুর ০২:৩৪

স্টাফ রিপোর্টার,নীলফামারী॥ নীলফামারীতে চুরি যাওয়া চারটি ব্যাটারি চালিত রিক্সাভ্যান উদ্ধারসহ চার ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন, জেলা সদরের রামনগর ইউনিয়নের চাঁদেরহাট বিষমুড়ি গ্রামের মৃত আকিবার রহমানের ছেলে মো. বাবু (২৬), একই গ্রামের মো. বেলাল হোসেনের ছেলে মো. মিলন (২৪), ইটাখোলা ইউনিয়নের মজিবর মেম্বারপাড়া গ্রামের মৃত ইসলাম উদ্দিনের ছেলে মো. জলিল ইসলাম (৩৫), একই ইউনিয়নের বাদিয়ার মোড় গ্রামের মৃত সোয়ালু ঋষির ছেলে পরেশ ঋষি (২৮)। পুলিশ জানায়, গত ২৮ মে বিকালে সদর উপজেলার চাঁদেরহাট এলাকায় যাত্রিবেশে ভ্যানে উঠে বড়সংগলশী গ্রামের ভ্যানচালক আলিম উদ্দিনকে (৬০) অচেতন করে পথের পাশে ফেলে রেখে ভ্যানটি নিয়ে যায়। এঘটনায় আলিম উদ্দিন বাদি হয়ে থানায় মামলা দায়ের করেন। ওই মামলায় অভিযান চালিয়ে গতকাল শনিবার(৫ জুন) রাতে আলিম উদ্দিনের ভ্যানটিসহ বিভিন্ন সময়ে চুরি হওয়া চারটি ভ্যান উদ্ধার ও ঘটনার সঙ্গে জড়িত চার জনকে গ্রেফতার করা হয়। নীলফামারী সদর থানার পরিদর্শক (তদন্ত) মাহমুদ-উন নবী জানান, গ্রেফতারকৃতরা জিজ্ঞাসাবাদে ঘটনার সত্যতা স্বীকার করেছে। নীলফামারী থানার ওসি আব্দুর রউপ জানান, মামলার সুত্র ধরে পুলিশ কুলেস অবস্থায় তদন্ত নেমে তথ্য প্রযুক্তির মাধ্যমে উক্ত চার আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়। আজ রবিবার(৬ জুন/২০২১) দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন


 

Link copied