আর্কাইভ  মঙ্গলবার ● ১৯ মার্চ ২০২৪ ● ৫ চৈত্র ১৪৩০
আর্কাইভ   মঙ্গলবার ● ১৯ মার্চ ২০২৪
 width=
 
 width=
 
শিরোনাম: রংপুরের আলু যাচ্ছে এশিয়ার বিভিন্ন দেশে       গ্রাহকের ৫০ লাখ টাকা নিয়ে উধাও পোস্টমাস্টার!       চার ঘণ্টা পর উত্তরবঙ্গের সাথে ঢাকার ট্রেন চলাচল স্বাভাবিক       ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বিচ্ছিন্ন       রংপুরে মিস্টি ও সেমাই কারখানায় ৫০ হাজার টাকা জরিমানা      

 width=
 

গাইবান্ধায় লাফিয়ে বাড়ছে করোনা; ২৪ ঘন্টায় নতুন শনাক্ত ১৯

বৃহস্পতিবার, ২৪ জুন ২০২১, দুপুর ০৩:০০

খায়রুল ইসলাম, গাইবান্ধা থেকেঃ গাইবান্ধায় লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। প্রতিদিন বেড়ে চলেছে আক্রান্তের সংখ্যা। মাত্র ২৪ঘন্টার ব্যবধানেই গাইবান্ধা জেলা সদর হাসপাতালে আক্রান্তের সংখ্যা আগের দিনের চেয়ে ৯ জন বেড়েছে। গত ২৪ ঘন্টায় বৃহস্পতিবার করোনা ভাইরাসে নতুন করে ১৯ জন শনাক্ত হয়েছে। এরমধ্যে সদরে ৬, গোবিন্দগঞ্জে ৬, ফুলছড়িতে ৩, সুন্দরগঞ্জে ২ ও সাদুল্যাপুর উপজেলায় ২ জন। এর আগেরদিনই করোনা শনাক্তের সংখ্যা ছিল মাত্র ১০ জন। তবে করোনা ভাইরাস সংক্রান্ত নানা উপসর্গে সন্দেহজনকভাবে ১৯ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। জেলায় হোম কোয়ারেন্টাইনে চিকিৎসা শেষে ছাড়পত্র নেয়া রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭ হাজার ৪৫৮ জন। এদিকে জেলায় সর্বমোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৯২৪ জন। এরমধ্যে ২০ জন মারা গেছে। জেলায় হোম কোয়ারেন্টাইন ব্যক্তি মোট ৯ হাজার ৬২৮ জন। এদের মধ্যে হোম কোয়ারেন্টাইন শেষে ছাড়পত্র দেয়া হয়েছে মোট ৭ হাজার ৪৫৮ জনকে। এছাড়া জেলায় করোনায় শনাক্ত ১ হাজার ৯২৪ জনের মধ্যে ১ হাজার ৭৮৪ জন রোগী সুস্থ হওয়ায় তাদেরকে ছাড়পত্র দেয়া হয়েছে। সিভিল সার্জন কার্যালয় সুত্রে এসব তথ্য জানা গেছে।

মন্তব্য করুন


 

Link copied