আর্কাইভ  মঙ্গলবার ● ১৯ মার্চ ২০২৪ ● ৫ চৈত্র ১৪৩০
আর্কাইভ   মঙ্গলবার ● ১৯ মার্চ ২০২৪
 width=
 
 width=
 
শিরোনাম: রংপুরের আলু যাচ্ছে এশিয়ার বিভিন্ন দেশে       গ্রাহকের ৫০ লাখ টাকা নিয়ে উধাও পোস্টমাস্টার!       চার ঘণ্টা পর উত্তরবঙ্গের সাথে ঢাকার ট্রেন চলাচল স্বাভাবিক       ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বিচ্ছিন্ন       রংপুরে মিস্টি ও সেমাই কারখানায় ৫০ হাজার টাকা জরিমানা      

 width=
 

নীলফামারীতে নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন বিষয়ক সেমিনার

বৃহস্পতিবার, ২৪ জুন ২০২১, দুপুর ০২:৩০

স্টাফ রিপোর্টার,নীলফামারী॥ নীলফামারীতে নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার(২৪ জুন/২০২১) সকাল সাড়ে ১০টায় নীলফামারী সরকারী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের(টিটিসি) আয়োজনে ভার্চুয়ালী সেমিনারের উদ্বোধন করেন জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী। টিটিসি অধ্যক্ষ প্রকৌশলী জিয়াউর রহমানের সভাপতিত্বে এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এলিনা আকতার, নীলফামারী টেকনিক্যাল স্কুল এ্যান্ড কলেজের অধ্যক্ষ প্রকৌশলী শফিকুল ইসলাম, অন্যান্যের মধ্যে ইটাখোলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাফিজুর রশিদ মঞ্জু, খোকশাবাড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বদিউজ্জামান প্রধান, কুন্দপুকুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহজাহান আলী চৌধুরী ও পলাশবাড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মমতাজ উদ্দিন প্রামানিক সহ চার ইউনিয়ন পরিষদের সচিব, জনপ্রতিনিধি ছাড়াও গ্রাম পুলিশরা উপস্থিত ছিলেন। সেমিনারটি সঞ্চালনা করেন টিটিসি’র ইনস্ট্রাকটর শফিকুল ইসলাম। সেমিনারে জানানো হয়, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে ১৭টি বিভিন্ন ট্রেডের উপর এবং ৩টি ভাষা শিক্ষণের উপর বিভিন্ন মেয়াদে প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। এখান থেকে প্রশিক্ষণ নিয়ে বিদেশে চাকুরীর সুযোগ রয়েছে। দক্ষ হয়ে বিদেশে গেলে নিজের পরিবারের এবং রাষ্ট্রের উপকারে আসতে পারেন একজন অভিবাসী। এজন্য দক্ষ হয়ে বিদেশে যাওয়ার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভাপতির বক্তব্যে টিটিসি অধ্যক্ষ জিয়াউর রহমান জানান, আমরা চাই নীলফামারী জেলার কোন ছেলে বা মেয়ে যাতে বেকার না থাকে। কেন্দ্রে এসে প্রশিক্ষণ নিয়ে বিদেশে যেতে পারেন। এজন্য ইউনিয়ন পরিষদকে সাথে নিয়ে আমরা কাজ করছি কারণ তৃণমুলে জনপ্রতিনিধি গণ উদ্বুদ্ধ করতে সহায়ক ভুমিকা পালন করে।

মন্তব্য করুন


 

Link copied