আর্কাইভ  মঙ্গলবার ● ১৯ মার্চ ২০২৪ ● ৫ চৈত্র ১৪৩০
আর্কাইভ   মঙ্গলবার ● ১৯ মার্চ ২০২৪
 width=
 
 width=
 
শিরোনাম: কমলো সোনার দাম       রংপুরের আলু যাচ্ছে এশিয়ার বিভিন্ন দেশে       গ্রাহকের ৫০ লাখ টাকা নিয়ে উধাও পোস্টমাস্টার!       চার ঘণ্টা পর উত্তরবঙ্গের সাথে ঢাকার ট্রেন চলাচল স্বাভাবিক       ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বিচ্ছিন্ন      

 width=
 

নীলফামারী জেলায় সর্বোচ্চ সংক্রমণ

বৃহস্পতিবার, ২৪ জুন ২০২১, দুপুর ০৩:৪৯

স্টাফ রিপোর্টার,নীলফামারী॥ নীলফামারী জেলায় আশঙ্কাজনক হারে বেড়েই চলেছে করোনা সংক্রমণ। গত ২৪ ঘন্টায় নতুন করে জেলার ছয় উপজেলায় ৩৮ জনের দেহে করোনা শক্ত হয়েছে। নীলফামারীতে করোনা আক্রান্তের শুরু থেকে এটিই সর্বোচ্চ শনাক্ত। আজ বৃহস্পতিবার(২৪ জুন/২০২১) দুপুরে সিভিল সার্জন ডাঃ জাহাঙ্গীর কবীর বিষয়টি নিশ্চিত করে জানান, ২০২০ সালের এপ্রিল মাস থেকে চলতি বছরের ২৪ জুন পর্যন্ত জেলা মোট করোনায় আক্রান্ত হয়েছে ১ হাজার ৭৩৫ জন। মৃত্যুবরণ করেছেন ৩৫জন। সুস্থ্য হয়েছে ১হাজার ৫৭৩জন।। এ পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয় ১২ হাজার ৭৪৩। তিনি আরও জানান গত মে মাসে জেলায় সংক্রমনের হার ছিল ১০.৬৩। জুন মাসের ২১ তারিখ পর্যন্ত সংক্রমনের হার বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছিল ১৭.০১। তিনদিনে শনাক্তের হার বৃদ্ধি পেল ২৩ শতাংশ। যা এ জেলার সর্বোচ্চ শনাক্ত। সুত্র মতে গত ২৪ ঘন্টায় করোনা রোগী শনাক্ত হয়েছে জেলা সদরে ১১জন, ডোমারে ৮ জন, ডিমলায় ৩ জন, জলঢাকায় ২ জন, কিশোরীগঞ্জে ১ জন ও সৈয়দপুরে ১৩ জন। সুস্থ্য হয়েছেন ৫জন। চিকিৎসাধীন রয়েছেন ১১৫ জন। এরমধ্যে সদর হাসপাতালে ১২, সৈয়দপুর উপজেলা হাসপাতালে ১জন ও হোম আইসোলেশনে ১০২ জন। ২৪ ঘন্টায় করোনা ডেডিকেটেড হাসপাতালে রেফার্ড করা হয়েছে ১২জনকে। এদিকে করোনা সংক্রমণ বৃদ্ধি পেলেও জেলায় মানুষ স্বাভাবিকভাবেই চলাফেরা করছে। কোনোভাবেই তাদেরকে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। বেশিরভাগ মানুষ মাস্ক ছাড়াই চলাফেরা করছে। গ্রামের ছোট ছোট হাট বাজারের চায়ের দোকানে বসানো হয়েছে আড্ডা ও গল্পের আসর। সামাজিক দূরত্ব বজায় রাখার পাশাপাশি মানুষকে মাস্কপড়া বাধ্যতামূলক করার চেষ্টা করে যাচ্ছে জেলা প্রশাসন। জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ ভ্রাম্যমান আদালত বসিয়ে জরিমানা করছেন। এদিকে নীলফামারী সচেতনমহল জেলাকে লকডাউন ঘোষণার দাবি তুলেছেন। জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী জানান, জেলা ইউপি চেয়ারম্যান ও জনপ্রতিনিধিদের নিজ নিজ এলাকায় মাস্কপড়া বাধ্যতামূলক করার জন্য নির্দেশনা দেয়া হয়েছে। জেলার সকল সাধারণ মানুষ আরো বেশি সাবধানতা ও সচেতন হলেই করোনা মোকাবেলায় আমরা সক্ষম হবো।

মন্তব্য করুন


 

Link copied