আর্কাইভ  মঙ্গলবার ● ১৯ মার্চ ২০২৪ ● ৫ চৈত্র ১৪৩০
আর্কাইভ   মঙ্গলবার ● ১৯ মার্চ ২০২৪
 width=
 
 width=
 
শিরোনাম: রংপুরের আলু যাচ্ছে এশিয়ার বিভিন্ন দেশে       গ্রাহকের ৫০ লাখ টাকা নিয়ে উধাও পোস্টমাস্টার!       চার ঘণ্টা পর উত্তরবঙ্গের সাথে ঢাকার ট্রেন চলাচল স্বাভাবিক       ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বিচ্ছিন্ন       রংপুরে মিস্টি ও সেমাই কারখানায় ৫০ হাজার টাকা জরিমানা      

 width=
 

নীলফামারীতে দাঁদন ব্যবসায়ীর খপ্পরে পড়ে ভুট্টা ব্যবসায়ীর আত্মহত্যা

বৃহস্পতিবার, ২৪ জুন ২০২১, দুপুর ০৪:৫৭

স্টাফ রিপোর্টার,নীলফামারী॥ দাঁদন ব্যবসায়ীর খপ্পরে পড়ে এনতাজ আলী (৫৫) নামের এক ভুট্টা ব্যবসায়ী গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। সে নীলফামারী জেলা সদরের রামনগর ইউনিয়নের বাহালীপাড়া গ্রামের মৃত্যু আজগার আলীর ছেলে। এ ঘটনার পর দাঁদন ব্যবসায়ী হানিফ ইসলাম গাঁ-ঢাকা দিয়েছে। আজ বৃহস্পতিবার(২৪ জুন/২০২১) নিহত এনতাজের ছেলে মাছুম বিল্লাহ(২১) অভিযোগ করে জানান, জেলা সদরের ইটাখোলা ইউনিয়নের সিংদই ময়দান পাড়া গ্রামের দাঁদন ব্যবসায়ী হানিফ ইসলামের নিকট থেকে আমার বাবা পর্যায় ক্রমে সুদের উপর গত বছর ৮ লাখ ৫৪ হাজার টাকা নিয়ে ভুট্টার ব্যবসা শুরু করেন। প্রতিমাসের টাকার সুদ নিয়ত পরিশোধের পরেও হানিফ জোড়পূর্বক আমার বাবার কাছে ৫১ শতাংশ জমি সাব দলিলসহ দুইটি ফাঁকা ষ্ট্যাম্পে স্বাক্ষর করে নেয়। এমন কি আমার বাবার কাছে সুদ সহ আরও ১১ লাখ টাকা দাবি করে আসছিল। হিসাব করে দেখা যায় হানিফ ইসলাম আমার বাবার কাছে আর কোন টাকায় পেতোনা। এরপরেও দুই দিন আগে ২২ জুন হানিফ তার সন্ত্রাসী বাহিনী সঙ্গে নিয়ে আমার বাবাকে ১১ লাখ টাকা পরিশোধের চাপ দিয়ে হুমকী দিয়ে আসে। এ ঘটনায় আমার বাবা বুধবার(২৩ জুন) ভোরে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করতে বাধ্য হয়। এদিকে নিহত এনতাজ আলীর স্ত্রী মেজোয়ারা বেগম জানান, দাঁদন ব্যবসায়ী হানিফ কৌশল করে আমার স্মামীর কাছে ৫১ শতাংশ জমি সাব দলিলসহ দুইটি ফাঁকা ষ্ট্যাম্পে স্বাক্ষর করে নেয়। আবার ১১ লাখ টাকা দাবি করে। হানিফের কারনে আমার স্বামী আত্বহত্যা করে। আমি এর বিচার চাই। এলাকাবাসীর অভিযোগ, হানিফ অবৈধভাবে সুদের ব্যবসা করে গরীব মানুষকে হয়রানী করে আসছে। তার প্রতারনায় আজ অনেক মানুষ পথে বসেছে। এ ব্যাপারে দাঁদন ব্যবসায়ী হানিফের মোবাইলে (০১৭৪০৫৬৭৫৬৪) একাদিক বার ফোন দিলে রিসিফ না করায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি। এমন কি তার বাড়িতে গেলে তাকে পাওয়া যায়নি। এলাকাবাসী জানায় এনতাজের আতœহত্যার পর হানিফ গাঁঢাকা দিয়েছে। নীলফামারী সদর থানার ওসি আব্দুর রউপ বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার এরপর ময়নাতদন্তের পর দাফনের জন্য তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়। ওসি আরও জানান, ঘটনাটি শুনেছি দাঁদন ব্যবসায়ীর কারনে এনতাজ আলী আত্মহত্যা করেছে। পরিবারের লোকজন লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য করুন


 

Link copied