আর্কাইভ  মঙ্গলবার ● ১৯ মার্চ ২০২৪ ● ৫ চৈত্র ১৪৩০
আর্কাইভ   মঙ্গলবার ● ১৯ মার্চ ২০২৪
 width=
 
 width=
 
শিরোনাম: রংপুরের আলু যাচ্ছে এশিয়ার বিভিন্ন দেশে       গ্রাহকের ৫০ লাখ টাকা নিয়ে উধাও পোস্টমাস্টার!       চার ঘণ্টা পর উত্তরবঙ্গের সাথে ঢাকার ট্রেন চলাচল স্বাভাবিক       ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বিচ্ছিন্ন       রংপুরে মিস্টি ও সেমাই কারখানায় ৫০ হাজার টাকা জরিমানা      

 width=
 

সৈয়দপুরে ধর্ষনের শিকার প্রতিবন্ধী নারী অন্তঃসত্ত্বা, ধর্ষক দাঁদন ব্যবসায়ী গ্রেফতার

বৃহস্পতিবার, ২৪ জুন ২০২১, বিকাল ০৭:১২

স্টাফ রিপোর্টার,নীলফামারী॥ নীলফামারীর সৈয়দপুর উপজেকলায় এক প্রতিবন্ধী নারীকে (২৫) ধর্ষণের মামলায় আসামী আবু সালেহকে (৫৩) নামে এক দাঁদন ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার (২৪ জুন/২০২১) দুপুরে উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের বোতলাগাড়ী মাঝাপাড়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। ধর্ষণের শিকার ওই নারীর মা জয়তুন নেছা বাদী হয়ে স্থানীয় থানায় মামলা করেন। মামলার সূত্রে জানা যায়, উপজেলার বোতলাগাড়ী মাঝাপাড়া গ্রামের রিক্সা চালকের বুদ্ধি প্রতিবন্ধী মেয়ে রাজিয়া (ছদ্মনাম)। তিন বছর আগে তার বিয়ে হলেও স্বামীর সঙ্গে ঘর সংসার হয়নি। তাই সেই সময় থেকে বাবার বাড়িতে অবস্থান করে আসছিল সে। বাবা সারাদিন বাহিরে থাকেন এবং মাও মাটি কাটার কাজে ঘরে থাকেন না। এরই সুযোগে একই এলাকার মৃত তছির উদ্দিন মুন্সির ছেলে দাঁদন ব্যবসায়ী আবু সালেহ মিথ্যা বিয়ের প্রলোভ দেখিয়ে তার সাথে যৌন নিগ্রহ করত। বর্তমান সে ছয় মাসের অন্ত:সত্ত্বা। প্রতিবন্ধী ওই নারী মা জয়তুন নেছা বলেন, প্রথমে চার মাসের অন্তঃসত্ত্বা অবস্থায় আমার মেয়ে বমি, জ¦র ও শরীরে ব্যাথা হওয়ায় তাকে একটি হাসপাতালে নেওয়া হয়। তখনই এই ধর্ষণের ঘটনা সামনে আসে। পরে মেয়ের মুখে ঘটনা জানতে পেরে গ্রামের মাতব্বর ও মেম্বারদের জানাই। সব কিছু জেনে ধর্ষক ও তার পরিবার আমাদের মুখ বন্ধ রাখতে নানা হুমকি দেয়। কিন্তু এলাকায় কোন বিচার না পেয়ে বাধ্য হয়ে থানায় এসে এজাহার করেছি। আমি এর সুষ্ঠু ও দৃষ্টান্তমূলক বিচার চাই। সৈয়দপুর থানার ওসি আবু হাসনাত খান জানান, বিকালে আসামী আবু সালেহকে আদালতের মাধ্যমে নীলফামারী জেল হাজতে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন


 

Link copied