আর্কাইভ  বুধবার ● ৪ অক্টোবর ২০২৩ ● ১৯ আশ্বিন ১৪৩০
আর্কাইভ   বুধবার ● ৪ অক্টোবর ২০২৩
 width=
 
 width=
 
শিরোনাম: রংপুরে ডেঙ্গুতে প্রাণ গেল আরও একজনের        শিশুসন্তানকে নিয়ে বাজারে স্বামী, ঘরে মিললো স্ত্রীর মরদেহ        বেশি স্যাংশন দিলে আমরাও দিয়ে দেব: প্রধানমন্ত্রী       অ্যাম্বুলেন্সে মৃতদেহ পরিবহনের আড়ালে মাদক ব্যবসা, গ্রেপ্তার ২       এলপিজির দাম আবারও বাড়ল      

নীলফামারীতে ই-ট্রাফিক প্রসিকিউশনে ফাইন পেমেন্ট সিস্টেম চালু

বুধবার, ২৩ জুন ২০২১, দুপুর ০২:১৭

স্টাফ রিপোর্টার,নীলফামারী॥ নীলফামারীতে চালু করা হলো ই-ট্রাফিক প্রসিকিউশন ও ফাইন পেমেন্ট সিস্টেম। আজ বুধবার(২৩ জুন/২০২১) দুপুরে পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে অনলাইন প্লাটফর্ম ভার্চুয়ালি মাধ্যমে শহরের চৌরঙ্গীমোড়ে পুলিশ ট্রাফিক বক্সের পাশে এ সিস্টেমের উদ্বোধন করেন বাংলাদেশ পুলিশ রংপুর রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) দেবদাস ভট্টাচার্য্য। সেসময় জেলা শহরের স্বাধীনতা স্মৃতি অম্লান চত্বরে তাৎণিকভাবে হেলমেটবিহীন একটি মোটরসাইকেল চালককে ডিজিটাল মেশিনের মাধ্যমে এক হাজার টাকা জরিমানা আদায় করা হয়। পরে তিনি “উপায় ক্যাশ” এর মাধ্যমে জরিমানার টাকা পরিশোধ করেন। দেবদাস ভট্টাচার্য্য বলেন, ই-প্রসিকিউসন চালু হওয়ার ফলে যানবাহন মালিক সড়ক পরিবহণ আইনে তার অপরাধের ধরণ জানতে পারবেন এবং তাৎক্ষনিক ভাবে জরিমানার টাকা পরিশোধ করতে পারবেন। তিনি বলেন, ই-পদ্ধতির আগে ম্যানুয়ালি ট্রাফিক কর্মকর্তারা জরিমানার একটি কাগজ ধরে দিয়ে ট্রাফিক অফিসে যোগাযোগ করতে বলতো, এখন আর সেটি থাকছে না, এমনকি জরিমানা পরিশোধের জন্য অফিসেও যেতে হবে না। ডিআইজি সড়ক দুর্ঘটনা রোধে হেলমেট ব্যবহার নিশ্চিত করণ, শহর যানজট মুক্ত রাখার পাশাপাশি অপ্রাপ্ত বয়স্করা যাতে কোনভাবে মোটরসাইকেল ড্রাইভ করতে না পারে সেজন্য কঠোর ব্যবস্থা নেয়ার জন্য পুলিশসহ সকলের প্রতি আহবান জানান। পুলিশ সুপার মোহাম্মদ মোখলেছুর রহমানের সভাপতিত্বে ও অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন) লিজা বেগমের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সড়ক পরিবহণ মালিক গ্রুপের সভাপতি শাহজাহান আলী চৌধুরী, সাংবাদিক তাহমিন হক ববি, ট্রাক মালিক সমিতির সভাপতি আব্দুল ওয়াহেদ সরকার, বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি দেওয়ান মুজিবুদৌলা জকি ও ট্রাক ট্যাংক লড়ি শ্রমিক ইউনিয়নের সভাপতি গোলাম রহমান ডালু। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সৈয়দপুর ট্রাফিক বিভাগের পরিদর্শক খন্দকার নাহিদ হাসান, অতিরিক্ত পুলিশ সুপার(নীলফামারী সার্কেল) মুক্তারুজ্জামান, জেলা পুলিশের বিশের শাখার পরিদর্শক শামসুল ইসলাম, সৈয়দপুর ট্রাফিক বিভাগের পরিদর্শক খন্দকার নাহিদ হাসান, নীলফামারী সদর ট্রাফিক বিভাগের পরিদর্শক সেলিম আহমেদ, জলঢাকা ট্রাফিক বিভাগের পরিদর্শক মনিরুল আলম, নীলফামারী থানার অফিসার ইনচার্জ(ওসি) আব্দুর রউপ, কোর্ট পুলিশ পরিদর্শক মোমিনুল ইসলাম মোমিন প্রমুখ।

মন্তব্য করুন


 

Link copied