আর্কাইভ  শুক্রবার ● ২৯ মার্চ ২০২৪ ● ১৫ চৈত্র ১৪৩০
আর্কাইভ   শুক্রবার ● ২৯ মার্চ ২০২৪
 width=
 
 width=
 
শিরোনাম: দিনাজপুরে ছিনতাইকৃত মালামাল উদ্ধারসহ ছিনতাইকারী চক্রের দুই সদস্য গ্রেপ্তার        জমি রেজিস্ট্রি করে না দেয়ায় বাবাকে কবর দিতে ছেলের বাঁধা ॥ পুলিশের হস্তক্ষেপে দাফন       নীলফামারীতে স্বামীর প্রথম বিয়ের খবরে নববধূ দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যা ॥ স্বামী গ্রেপ্তার       রংপুরবাসীর জন্য সরকারি চাকরি, পদ ১৫৯       স্বাস্থ্যের রংপুর বিভাগীয় পরিচালক ফজলুল হক কারাগারে      

 width=
 

রংপুরে তৃতীয় দিনে ১০৬ মামলায় ৬২ হাজার টাকা জরিমানা

রবিবার, ৪ জুলাই ২০২১, রাত ১২:২৩

মমিনুল ইসলাম রিপন: করোনার বিস্তার রোধে সরকার ঘোষিত কঠোর বিধিনিষেধের তৃতীয় দিনে রংপুরে অভিযান চালিয়ে ১০৬টি মামলা দায়ের করেছেন ভ্রাম্যমাণ আদালত। সেই সঙ্গে মামলার বিবাদীদের প্রায় ৬২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শনিবার (০৩ জুলাই) রাতে রংপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রায়হানুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, করোনার সংক্রমণ ঝুঁকি এড়াতে জনগণকে বিভিন্নভাবে সচেতন ও সতর্ক করা হচ্ছে। একই সঙ্গে বিধিনিষেধ অমান্যকারীদের ব্যাপারে ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম অব্যাহত রয়েছে। তৃতীয় দিনে রংপুর সিটি করপোরেশন এলাকাসহ জেলার আট উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১০৬টি মামলা দায়ের করা হয়েছে। এসব মামলার বিবাদী ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ৬২ হাজার ৯৫০ টাকা জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালিত মামলাগুলোর মধ্যে রংপুর সিটি করপোরেশন এলাকায় ৬৪টি মামলায় ২০ হাজার ৯৫০ টাকা জরিমানা আদায় করা হয়। এতে জেলা প্রশাসন ও সিটি করপোরেশনের আটজন নির্বাহী মেজিট্রেস্ট নেতৃত্ব দেন। এছাড়া আট উপজেলায় আটজন সহকারী কমিশনার (ভূমি) ও আটজন উপজেলা নির্বাহী কর্মকর্তার পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে ৪৪টি মামলা হয়েছে। এসব মামলায় ৪১ হাজার টাকা জরিমানা করা হয়। এর আগে কঠোর বিধিনিষেধ শুরুর প্রথম ও দ্বিতীয় দিনে রংপুুুরে ভ্রাম্যমাণ আদালত ১৫৪টি মামলা করেছেন। ওই দুদিনে ৬৫ হাজার ৯৯৫ জরিমানা আদায় করা হয়েছে। জেলার প্রতিটি উপজেলা ও মহানগর এলাকায় কঠোর বিধিনিষেধের সময়ে অহেতুক ঘোরাঘুরি বন্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা অব্যাহত রয়েছে।

মন্তব্য করুন


 

Link copied