আর্কাইভ  বুধবার ● ১৭ এপ্রিল ২০২৪ ● ৪ বৈশাখ ১৪৩১
আর্কাইভ   বুধবার ● ১৭ এপ্রিল ২০২৪
 width=
 
 width=
 
শিরোনাম: আজকের মেধাবী শিক্ষার্থীরাই হবে স্মার্ট বাংলাদেশের কারিগর –রংপুরে স্পীকার       রংপুরে বৃষ্টি নামে এক নারীর মরদেহ উদ্ধার       কুড়িগ্রামে অষ্টমীর স্নান করতে এসে মারা গেলেন পুরোহিত       বাস-পিকআপ সংঘর্ষে ১১ জন নিহত       উপজেলা পরিষদ নির্বাচন: রংপুরে ৩০ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল       

 width=
 

নীলফামারীতে করোনা ও উপসর্গে আরও ২ জনের মৃত্যু॥ নতুন করে আক্রান্ত ৮২

বৃহস্পতিবার, ১৫ জুলাই ২০২১, দুপুর ০১:২৪

স্টাফ রিপোর্টার,নীলফামারী॥ নীলফামারীতে করোনা এক বৃদ্ধা ও করোনা উপসর্গে এক প্রবীন আইনজীবী সহ ২জনের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার(১৪ জুলাই) সকাল ৮টা থেকে আজ বৃহস্পতিবার(১৫ জুলাই/২০২১) সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘন্টায় চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এদের মধ্যে করোনায় আক্রান্ত হয়ে নীলফামারী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন জেলা বিএনপির সভাপতি আলমগীর সরকারের মাতা জেলা শহরের বাবুপাড়া মহল্লার জামিলা খাতুন(৮২) ও করোনা উপসর্গ নিয়ে মারা যান নীলফামারী জেলা ও দায়রা জজ আদালতের প্রবীন আইনজীবী জলঢাকা উপজেলার বাসিন্দা আব্দুল গফুর (৮০)। পারিবারিক সুত্র মতে করোনা উপসর্গে এ্যাডঃ আব্দুল গফুরকে ১৩ জুলাই রংপুর করোনা ডেডিকেটে হাসপাতালে ভর্তি করে করোনা নমুনা দেয়া হয়। নমুনার পরীক্ষার রির্পোট এখনও পাওয়া যায়নি। এ অবস্থায় তার মৃত্যু ঘটে। এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে এই জেলায় ৪৫ জনের মৃত্যু হলো। এরমধ্যে চলতি জুলাই মাসের ১৪ দিনের হিসাবে ১০ জনের মৃত্যু হলো। বিষয়টি নিশ্চিত করে নীলফামারী জেলা সিভিল সার্জন ডাঃ জাহাঙ্গীর কবির আরও জানান গত ২৪ ঘন্টায় নীলফামারী জেলায় নতুন করে আরও ৪৯৭ নমুনায় ৮২ জন নতুন করে করোনা পজেটিভ হয়েছেন। আক্রান্তের হার শতকরা ১৬.৫০%। গত ২৪ ঘন্টায় সুস্থ্য হয়েছেন ১৯ জন। বর্তমানে চিকিৎসাধীন রয়েছে ৬৮৫। এরমধ্যে জেনারেল হাসপাতালে ৩৭ জন,ডোমার হাসপাতালে ১ জন, সৈয়দপুর হাসপাতালে ৭ জন, নিজবাড়িতে চিকিৎসাধীন ৬২৫ জন ও রংপুর মেডিকেলে স্থানান্তর করা হয় ১৫ জনকে। এক পরিসংখ্যানে জানা গেছে গত ১৪ দিনে জেলায় ৭৭২ জন করোনায় আক্রান্ত হন। জেলা প্রশাসক কার্যালয়ের সূত্র মতে, বিধিনিষেধ অমান্য করায় গত ২৪ ঘন্টায় ৭টি মামলায় ৪ হাজার ৬০০ টাকার জরিমানা ও ২জনকে একদিন করে বিনাসশ্রম কারাদন্ড প্রদান করা হয়। বিষয়টি নিশ্চিত করে জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মীর্জা মুরাদ হাসান বেগ।

মন্তব্য করুন


 

Link copied