Templates by BIGtheme NET
আজ- সোমবার, ১৮ অক্টোবর, ২০২১ ::৩ কার্তিক ১৪২৮ :: সময়- ২ : ৪৯ অপরাহ্ন
Home / টপ নিউজ / মা ও ছেলেকে অপহরন; রংপুর সিআইডি’র এএসপিসহ ৩ পুলিশ আটক (ভিডিও)
https://www.uttorbangla.com/wp-content/uploads/PMBA-1.jpg

মা ও ছেলেকে অপহরন; রংপুর সিআইডি’র এএসপিসহ ৩ পুলিশ আটক (ভিডিও)

শাহ্ আলম শাহী,দিনাজপুর থেকেঃ দিনাজপুরে ফিল্মী স্টাইলে মা ও ছেলেকে অপহরনের পর ১৫ লক্ষ টাকা মুক্তিপন আদায়ের প্রক্কালে পুলিশের সিআইডি’র এএসপি সারোয়ার কবীর,এএসআই হাসিনুর রহমান ও কনেস্টবল আহসানুলকে আটক করেছে পুলিশে। এ ঘটনায় ব্যাপক তোলপাড় চলছে।
ঘটনার শিকরের স্বজন ও প্রশাসন সুত্রে জানা গেছে, গত ২৩ আগস্ট রাত আনুমানিক ৯টায় চিরিরবন্দর উপজেলার নান্দেডাই গ্রামের নিজ বাড়ি থেকে মা জহুরা বেগম ও ছেলে জাহাঙ্গীরকে ডিবি পুলিশের পরিচয়ে ফিল্মি স্টাইলে মাইক্রোযোগে অপহরন করা হয়। এ সময় মা ও ছেলেকে মারপিটও করে অপহরনকরীরা। জহুরা বেগমের বাড়ির লোকজন র‌্যার,ডিবি পুলিশসহ বিভিন্ন জায়গায় আটকের বিষয়ে খোঁজ নেয়। কিন্তু কেউ আটকের বিষয়ে কিছু বলতে পারেনা। পরে অপহরনকারীরা মোবাইলে জহুরা বেগম এর স্বামী লুৎফর রমান ও দেবর রমজানের কাছে ১৫ লক্ষ টাকা মুক্তিপন দাবি করে।
মঙ্গলবার হাজি দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামনে স্ত্রী ও সন্তানকে উদ্ধারে মুক্তিপনের টাকা দিতে যায় স্বামী লুৎফর রহমান ও দেবর রমজান আলী। তদের সাথে সিভিল পোশাকে পুলিশ রয়েছে টের পেয়ে অপহরনকারীরা সাথে থাকা মাইক্রোবাস নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় ১০ মাইল নামক স্থানে পুলিশ তাদের ধরে ফেলে। অভিযানে জেলা পুলিশ ও চিরির বন্দও থানার পুলিশ অংশ নেয়।
আটকের পর পুলিশ জানতে পারে অপহরনকারীদের মধ্যে রংপুর সি আইডি জোেেনর এএসপি সারোয়ার কবীর,এএসআই হাসিনুর রহমান ও কনেস্টবল আহসানুল রয়েছে।
তাদেরকে দিনাজপুর ডিবি অফিসে রাখা হয়েছে। অপহত মা জহুরা বেগম ও ছেলে জাহাঙ্গীরকেও ডিবি অফিসে জিজ্ঞাবাদের জন্য রাখা হয়েছে।
চিরিরবন্দর থানার ওসি সুব্রত কুমার সরকার ঘটনাপর সত্যতা নিশ্চিত করে জানান, আটকৃতদেন বিরুদ্ধে অপহরন মামলা দায়ের প্রস্তুতি চলছে।
দিনাজপুর পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার হোসেন বলেছেন, ঘটনার বিস্তারিত সাংবাদিকদের জানানো হবে। বিষয়টি আমরা খতিয়ে দেখছি।

Social Media Sharing
https://www.uttorbangla.com/wp-content/uploads/Circular-MBAProfessional-Admission_9th-Batch-1.jpg

ăn dặm kiểu NhậtResponsive WordPress Themenhà cấp 4 nông thônthời trang trẻ emgiày cao gótshop giày nữdownload wordpress pluginsmẫu biệt thự đẹpepichouseáo sơ mi nữhouse beautiful