আর্কাইভ  শনিবার ● ২০ এপ্রিল ২০২৪ ● ৭ বৈশাখ ১৪৩১
আর্কাইভ   শনিবার ● ২০ এপ্রিল ২০২৪
 width=
 
 width=
 
শিরোনাম: নীলফামারীতে গোপন বৈঠক থেকে জামায়াতের ৩ নেতা গ্রেপ্তার       পলাশবাড়ীতে আসামির ছুরিকাঘাতে বাদীর মৃত্যু, গ্রেফতার ১       মন্ত্রী-সংসদ সদস্যদের সন্তান-স্বজনের ভোটে না দাঁড়ানোর নির্দেশ       ভোজ্যতেলের দাম বাড়ল, খোলা তেলে সুখবর       বিএনপি নেতা সোহেলের নিঃশর্ত মুক্তি দাবিতে রংপুরে  মানববন্ধন ও সমাবেশ       

 width=
 

রংপুর বিভাগে ৮৫ শনাক্তের দিনে মৃত্যু ৩

শনিবার, ২৮ আগস্ট ২০২১, রাত ০৯:৪৫

মমিনুল ইসলাম রিপন: রংপুর বিভাগে একদিনের ব্যবধানে করোনায় মৃত্যু, শনাক্ত ও সুস্থতা কমে এসেছে। গত ২৪ ঘণ্টায় ৮৫ জন করোনা সংক্রমিত রোগী শনাক্ত হয়েছে। এ সময়ে করোনা আক্রান্ত আরও ৩ জনের মৃত্যু হয়েছে। একই সঙ্গে সুস্থ হয়েছেন ৫১ জন। এর আগে শুক্রবার (২৭ আগস্ট) বিভাগে করোনায় পাঁচজনের মৃত্যু হয়। করোনা শনাক্ত হয় ২৪৪ জনের। এ নিয়ে গেল ২৭ দিনে বিভাগে করোনায় ২৬৩ জনের মৃত্যু হয়েছে। গড় হিসাবে প্রতিদিন বিভাগে ১০ জনের প্রাণহানি ঘটছে। শনিবার (২৮ আগস্ট) দুপুরে রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মো. মোতাহারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, নতুন মৃতদের মধ্যে ঠাকুরগাঁও, পঞ্চগড় ও দিনাজপুর জেলার একজন করে রয়েছেন। এ সময় ৪৬১ জনের নমুনা পরীক্ষা করে ৮৫ জন করোনা শনাক্ত হয়েছে। এতে দিনাজপুরের ৩৬ জন, রংপুরের ২৯, ঠাকুরগাঁওয়ের ৬, গাইবান্ধার ৫, নীলফামারীর ৪, কুড়িগ্রামের ৩ ও লালমনিরহাট জেলার ২ জন রয়েছেন। ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১৮ দশমিক ৪৪। নতুন তিনজনসহ রংপুর বিভাগে করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ১ হাজার ১৮৩ জনে। এর মধ্যে সবচেয়ে খারাপ অবস্থানে আছে দিনাজপুর। এ জেলায় সর্বোচ্চ ৩১৭ জন মারা গেছেন। আর দ্বিতীয় সর্বোচ্চ ২৭৯ জনের মৃত্যু হয়েছে বিভাগীয় জেলা রংপুরে। জেলা হিসেবে সবচেয়ে কম ৬২ জন মারা গেছেন লালমনিরহাটে। এ ছাড়া ঠাকুরগাঁওয়ে ২৩৮, নীলফামারীতে ৮৫, পঞ্চগড়ে ৭৫, কুড়িগ্রামে ৬৬ ও গাইবান্ধায় ৬১ জন মারা গেছেন। গত বছরের মার্চে করোনাভাইরাসের সংক্রমণ শুরুর পর থেকে এখন পর্যন্ত বিভাগে মোট ২ লাখ ৫৩ হাজার ৬১৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ৫২ হাজার ৮১৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত বিভাগে সুস্থ হয়েছেন ৪৬ হাজার ৭৪৯ জন। এদিকে যতই দিন যাচ্ছে শহরে-গ্রামে লঙ্ঘিত হচ্ছে স্বাস্থ্যবিধি। সঙ্গে বাড়ছে করোনার সংক্রমণ ঝুঁকি। হাটবাজার থেকে গণপরিবহন কোথাও স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না। হাসপাতালগুলোতে করোনা রোগী ভর্তির চাপ কমেছে। তবে করোনার উপসর্গ নিয়ে প্রতিদিন পাঁচ-সাতজনের মৃত্যু হলেও তা হিসেবে ধরছে না স্বাস্থ্যবিভাগ। করোনার সংক্রমণ প্রতিরোধে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়ে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মো. মোতাহারুল ইসলাম বলেন, বর্তমান পরিস্থিতিতে বাধ্যতামূলক মাস্ক পরা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে স্বাস্থ্যবিধি মেনে চলার বিকল্প নেই।

মন্তব্য করুন


 

Link copied