আর্কাইভ  শুক্রবার ● ২৯ মার্চ ২০২৪ ● ১৫ চৈত্র ১৪৩০
আর্কাইভ   শুক্রবার ● ২৯ মার্চ ২০২৪
 width=
 

 

কুড়িগ্রামের খাবারে বেজায় খুশি ভুটানের রাজা

কুড়িগ্রামের খাবারে বেজায় খুশি ভুটানের রাজা

কুড়িগ্রামে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের নির্ধারিত স্থান পরিদর্শন করলেন ভুটানের রাজা

কুড়িগ্রামে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের নির্ধারিত স্থান পরিদর্শন করলেন ভুটানের রাজা

রানিকে নিয়ে কুড়িগ্রামে পৌঁছেছেন ভুটানের রাজা

রানিকে নিয়ে কুড়িগ্রামে পৌঁছেছেন ভুটানের রাজা

কুড়িগ্রামে সমৃদ্ধির হাতছানি

কুড়িগ্রামে সমৃদ্ধির হাতছানি

 width=
 
শিরোনাম: রংপুরবাসীর জন্য সরকারি চাকরি, পদ ১৫৯       স্বাস্থ্যের রংপুর বিভাগীয় পরিচালক ফজলুল হক কারাগারে       কুড়িগ্রামের খাবারে বেজায় খুশি ভুটানের রাজা       লালমনিরহাটে পুকুরে জাল ফেলতেই জালে উঠে এলো যুবকের মরদেহ       কুড়িগ্রামে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের নির্ধারিত স্থান পরিদর্শন করলেন ভুটানের রাজা      

 width=
 

পঞ্চগড়ে দম্পতিকে একঘরে করে রাখার মামলার দুই আসামী গ্রেফতার

মঙ্গলবার, ৩১ আগস্ট ২০২১, রাত ১১:৫২

ডিজার হোসেন বাদশা, পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার সুন্দরদিঘী ইউনিয়নের ছলিমনগর এলাকায় আয়নাল হক ও জামিরন বেগম দিনমজুর দম্পতিকে এক ঘরে রাখার ঘটনায় দায়েরকৃত মামলায় সহিদ আলী ও আমির চাঁন নামে দুই আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (৩১ আগস্ট) দুপুরে গ্রেফতারকৃতদের আদালতে হাজির করা হলে আদালত তাদের জামিন না মঞ্জুর করে তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। জানা গেছে, মো. সহিদ আলী ও আমির চাঁন জেলার দেবীগঞ্জ উপজেলার সুন্দরদিঘী ইউনিয়নের ছলিমনগর এলাকার ছমির আলীর ছেলে । পুলিশ জানায়, মঙ্গলবার ভোর রাতে দেবীগঞ্জ থানা উপ- পরিদর্শক কামাল হোসেন অভিযান চালিয়ে সহিদ ও আমির চাঁন কে তাদের বাড়িতে অভিযান চালিয়ে গ্রেফতার করে। পরে তাদের দুজনকে দেবীগঞ্জ আমলী আদালতে হাজির করা হলে আদালতে বিচারক এম এম মাহবুব ইসলাম তাদের জামিন আবেদন না মঞ্জুর করে জেল হাজতে পাঠানো নির্দেশ দেন। দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জামাল হোসেন জানান, দিনমজুর দম্পতিকে এক ঘরে রাখার ঘটনায় দায়েরকৃত মামলায় ৯ আসামীর মধ্যে দুই আসামীকে গ্রেফতার করা হয়েছে। আসামীদের আদালতে হাজির করা হলে আদালত তাদের জামিন না মঞ্জুর করে জেলহাজতে পাঠিয়েছে। বাকি আসামীদের গ্রেফতারের জন্য অব্যহত রয়েছে। জানাযায়, ছলিমনগর এলাকার দিনমজুর আয়নাল ও জামিরনের ৩৫ বছরের সংসার। তাদের চার সন্তানের মধ্যে দুই মেয়ে ও এক ছেলেকে বিয়ে দিয়েছেন। চলতি বছরের ১৮ এপ্রিল ওই দম্পতির মধ্যে পারিবারিক বিষয় নিয়ে ঝগড়া হয়। এ সময় রাগের মাথায় স্ত্রীকে তিন তালাকের ঘোষণা দেন আয়নাল। বিষয়টি স্থানীয় গ্রাম্য মাতবরদের কানে পৌঁছাতেই শুরু হয় বিপত্তি। মাতবরেরা জামিরনকে হিল্লা বিয়ে দিতে বলেন। এতে রাজি না হওয়ায় ওই দম্পতিকে প্রায় চার মাস ‘একঘরে’ করে রাখেন মাতবরেরা। বিষয়টি আদালতের নজরে আসলে গত ২২ আগস্টের মধ্যে তদন্তের নির্দেশ দিয়ে আদালতে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলেন। পরে আদালতের নির্দেশনা অনুযায়ী দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল হোসেন গত ২২ আগস্ট আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন। এবং ২২ আগস্ট দেবীগঞ্জ আমলী আদালতের বিচারক এম এম মাহাবুব ইসলাম ওই দম্পতিকে এক ঘরে রাখার ঘটনায় সমাজপাতি শাহাজাহান আলী, মুফতি আনোয়ার হোসেন, নাসির উদ্দিন, আমির চাঁদ, শহীদ, ছোরমান আলী, জুল হক, মোস্তফা ও রাসেলসহ ৯জনের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করেন।

মন্তব্য করুন


 

Link copied