আর্কাইভ  শুক্রবার ● ১৯ এপ্রিল ২০২৪ ● ৬ বৈশাখ ১৪৩১
আর্কাইভ   শুক্রবার ● ১৯ এপ্রিল ২০২৪
 width=
 
 width=
 
শিরোনাম: পলাশবাড়ীতে আসামির ছুরিকাঘাতে বাদীর মৃত্যু, গ্রেফতার ১       মন্ত্রী-সংসদ সদস্যদের সন্তান-স্বজনের ভোটে না দাঁড়ানোর নির্দেশ       ভোজ্যতেলের দাম বাড়ল, খোলা তেলে সুখবর       বিএনপি নেতা সোহেলের নিঃশর্ত মুক্তি দাবিতে রংপুরে  মানববন্ধন ও সমাবেশ        খরার ঝুঁকিতে রংপুর অঞ্চল      

 width=
 

সৈয়দপুরে ডিজিটাল আইনে ব্যবসায়ী ইকবাল হোসেন গ্রেফতার

শুক্রবার, ৩ সেপ্টেম্বর ২০২১, দুপুর ০৪:০৭

স্টাফ রিপোর্টার,নীলফামারী॥ ডিজিটাল আইনের মামলায় নীলফামারীর সৈয়দপুর থানা পুলিশ অভিযান চালিয়ে ইকবাল হোসেন (৩৮) নামের এক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। সৈয়দপুর থানার ওসি আবুল হাসনাত খান জানান, আজ শুক্রবার(৩ সেপ্টেম্বর/২০২১) তাকে দিনাজপুরের পুলহাট এলাকা হতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ইকবাল সৈয়দপুর শহরের হাওলাদার পাড়ার আব্দুল জব্বারের ছেলে। জানা যায়, উক্ত ব্যবসায়ী স্বাধীনতা যুদ্ধের সময় শহীদ পরিবারকে নিয়ে তিনি গত ১৯ জুন রাতে নিজের ফেসবুক আইডি থেকে কটাক্ষ করে স্ট্যাটাস দিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপতৎপরতা চালায়। সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও শহীদ পরিবারের সন্তান মহসিনুল হক সহ সৈয়দপুরে বসবাসরত শহীদ পরিবারের সন্তানদের নজরে আসে। এ ঘটনায় গত ২০ জুন ইকবাল হোসেনকে আসামী করে ডিজিটাল নিরাপত্তা আইনের সৈয়দপুর থানায় একটি মামলা করেন মহসিনুল হক। এ মামলার দায়েরের পর থেকে গা-ঢাকা দেয় মামলার আসামী চাল ব্যবসায়ী ইকবাল হোসেন। আজ শুক্রবার ভোরে গোপন সংবাদ ভিত্তিতে সৈয়দপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ও মামলার তদন্ত কর্মকর্তা মো. আতাউর রহমানের নেতৃত্বে পুলিশ অভিযান অভিযান চালিয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলার আসামী ইকবাল হোসেনকে দিনাজপুরের পুলহাট এলাকা থেকে গ্রেফতার করে। তাকে বিকালে আদালতের মাধ্যমে নীলফামারী জেলা কারাগারে প্রেরন করা হয়।

মন্তব্য করুন


 

Link copied