Templates by BIGtheme NET
আজ- বৃহস্পতিবার, ২১ অক্টোবর, ২০২১ ::৬ কার্তিক ১৪২৮ :: সময়- ৮ : ০৬ পুর্বাহ্ন
Home / টপ নিউজ / করোনা মহামারিতেও অর্থনীতির চাকা সচল রেখেছে সরকার: রংপুরে স্পীকার
https://www.uttorbangla.com/wp-content/uploads/PMBA-1.jpg

করোনা মহামারিতেও অর্থনীতির চাকা সচল রেখেছে সরকার: রংপুরে স্পীকার

হাসান আল সাকিব: বৈশ্বিক করোনা পরিস্থিতিতে সমগ্র বিশ্বের অর্থনীতি বিপর্যস্ত হলেও অর্থনীতির চাকা সচল রাখতে প্রয়াস চালাচ্ছে বাংলাদেশ সরকার বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি।

তিনি বলেন, ‘দু:খী মানুষের মুখে হাসি ফোটানোর লক্ষ্যে জনগণের ভাগ্যোন্নয়নে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলস পরিশ্রম করে যাচ্ছেন’।

বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে পীরগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে নিজ আসনের জনগনের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে স্পীকার এসব কথা বলেন।

স্পীকার বলেন, চাল ও অন্যান্য দ্রব্যাদি বিতরণের ক্ষেত্রে প্রশাসনের সাথে সাথে ইউনিয়নের জনপ্রতিনিধিদের সচেতন থাকতে হবে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় দুর্যোগকালীন সময়টাকে কাটিয়ে উঠা সম্ভব হয়েছে। মাননীয় প্রধান মন্ত্রীর নির্দেশনা অনুসরণ করে মানুষের জীবন সুরক্ষার পাশাপাশি অর্থনীতির চাকা সচল রাখা সম্ভব হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আজিজুর রহমান রাঙ্গা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পীরগঞ্জ পৌরসভার মেয়র এ এস এম তাজিমুল ইসলাম শামীম,উপজেলা চেয়ারম্যান নূর মোহাম্মদ মন্ডল, ভাইস চেয়ারম্যান শফিউর রহমান মিলন, রংপুর জেলা আওয়ামী লীগের সাবেক সাংস্কৃতিক সম্পাদক সাঈদুল ইসলাম পিন্টু,জেলা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান রনি প্রমুখ।

Social Media Sharing
https://www.uttorbangla.com/wp-content/uploads/Circular-MBAProfessional-Admission_9th-Batch-1.jpg

ăn dặm kiểu NhậtResponsive WordPress Themenhà cấp 4 nông thônthời trang trẻ emgiày cao gótshop giày nữdownload wordpress pluginsmẫu biệt thự đẹpepichouseáo sơ mi nữhouse beautiful