আর্কাইভ  বৃহস্পতিবার ● ১৮ এপ্রিল ২০২৪ ● ৫ বৈশাখ ১৪৩১
আর্কাইভ   বৃহস্পতিবার ● ১৮ এপ্রিল ২০২৪
 width=
 
 width=
 
শিরোনাম: ডোমার ও ডিমলা উপজেলা নির্বাচনে ৩৫ জনের প্রার্থীতা বৈধ ॥ চেয়ারম্যান পদে ১২ জনের মধ্যে আওয়ামীলীগের ৭ জন প্রার্থী       নীলফামারীতে ঐতিহাসিক মুজিব নগর দিবস পালন       নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু       কিশোরীগঞ্জে পাঁচতলা ভবন থেকে পড়ে এক ব্যাক্তির রহস্যজনক মৃত্যু       উপজেলা নির্বাচনে জাপার প্রার্থী হতে চান না কেউ      

 width=
 

পায়ে হেঁটে হজে যাওয়া দিনাজপুরের হাজী মহিউদ্দিন না ফেরার দেশে

সোমবার, ১১ অক্টোবর ২০২১, দুপুর ০২:৪০

শাহ্ আলম শাহী, দিনাজপুর থেকে: অবশেষে ১১৫ বছর বয়সে না ফেরার দেশে চলে গেলেন পায়ে হেঁটে হজ পালনকারী দিনাজপুরের আলোচিত হাজি মহিউদ্দিন। তিনি রোববার দিবাগত রাত পৌনে একটায় দিনাজপুরের দক্ষিণ কোতয়ালীর রামসাগর খসরুর মোড়ে গ্রামে তার তৃতীয় মেয়ের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আশস্করপুর ইউনিয়নের চেয়ারম্যান জিয়াউর রহমান জিয়া তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১১৫ বছর। সোমবার বাদ জোহর রামসাগর জাতীয় উদ্যানের বায়তুল আকসা জামে মসজিদের সামনে তাঁর নামাজে জানাজা শেষে রামসাগর দিঘীপাড়ায় পারিবারিক গোরস্থানে দাফন সম্পন্ন করা হয়। হাজী মো.মহিউদ্দিন মৃত্যুকালে স্ত্রী, চার মেয়ে, দুই ছেলে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। হাজি মো. মহিউদ্দিন দিনাজপুর সদর উপজেলার রামসাগর দিঘীপাড়া গ্রামের মৃত ইজার পণ্ডিত ও মমিরন নেছার ছেলে এবং জাতীয় উদ্যানের বায়তুল আকসা জামে মসজিদের সাবেক ইমাম। তিনি ১৯০৬ সালের ১০ আগস্ট জন্ম গ্রহণ করেন। মো. মহিউদ্দিন ১৯৬৮ সালে হজ করার উদ্দেশ্যে পায়ে হেঁটে দিনাজপুর থেকে রওনা দেন। পায়ে হেঁটে হজ করতে যেতে-আসতে তার সময় লেগেছিলো আঠারো মাস। এ আঠারো মাসে তিনি পাড়ি দিয়েছিলেন কয়েক হাজার কিলোমিটার পথ। এ সময় তিনি সফর করেছেন ৩০টি দেশ। যে দেশগুলো তিনি সফর করেছেন সে দেশগুলোর নাম তিনি মুখস্থ বলতে পারতেন। এজন্যে বেশ আলোচিত ছিলেন,হাজী মো.মহিউদ্দিন।

মন্তব্য করুন


 

Link copied