আর্কাইভ  মঙ্গলবার ● ১৬ এপ্রিল ২০২৪ ● ৩ বৈশাখ ১৪৩১
আর্কাইভ   মঙ্গলবার ● ১৬ এপ্রিল ২০২৪
 width=
 
 width=
 
শিরোনাম: কুড়িগ্রামে অষ্টমীর স্নান করতে এসে মারা গেলেন পুরোহিত       বাস-পিকআপ সংঘর্ষে ১১ জন নিহত       উপজেলা পরিষদ নির্বাচন: রংপুরে ৩০ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল        ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে ডোমার ও ডিমলায় মনোনয়ন জমা দিলেন ৩৫ জন       নীলফামারীতে বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে গণধর্ষন -গ্রেপ্তার ৬      

 width=
 

শীতে স্থবির নাগেশ্বরীর জনজীবন: ২ জনের মৃত্যু

মঙ্গলবার, ২৫ ডিসেম্বর ২০১২, রাত ০৮:১৯

নাগেশ্বরী, কুড়িগ্রাম: হাড় কাঁপানো শীতে স্থবির হয়ে পড়েছে নাগেশ্বরীর জনজীবন। টানা নয় দিন থেকে সূর্যের মুখ দেয়া যায়নি। ঘন-কুয়াশার কারণে দুপুরের পর থেকেই হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে গাড়ীগুলো। এ শীতে সবচেয়ে বিপদে পড়েছে শীত বস্ত্রহীন নি¤œ আয়ের শ্রমজীবী মানুষেরা। ঘর থেকে বের হতে না পারার কারণে বন্ধ হয়ে গেছে উপার্জনের পথ। ব্যাপকভাবে দেখা দিয়েছে শীত-জনিত রোগ। শীতের কারণে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীদের উপস্থিতি লক্ষণীয় হাড়ে কমে গেছে। গত তিন দিনে শীতে মৃত্যু ঘটেছে দুই জনের। এরা হলেন, নারায়নপুরের কালারচর গ্রামের আব্দুস সাত্তার (৬৫), খামার আন্ধীঝাড় গ্রামের আব্দুল করিমের কন্যা আসমা (৩)।

সন্ধ্যার পর পর ফাঁকা হয়ে যায় রাস্তাঘাট। ফুটপাতের পুরনো গরম কাপড়ের দোকানগুলোতে প্রচণ্ড ভিড় লক্ষ্য করা গেলেও মূল্য বৃদ্ধির কারণে নি¤œ আয়ের মানুষেরা শীতবস্ত্র কিনতে পারছেনা। অন্যান্য বছরে এ এলাকার শীতার্তদের মাঝে বেসরকারী প্রতিষ্ঠান এবং ব্যক্তি পর্যায়ে শীতবস্ত্র বিতরণ করা হলেও এবছর এ পর্যন্ত কেউ এগিয়ে আসেনি। সরকারী ভাবে এ পর্যন্ত দুই কিস্তিতে এক হাজার তিনশ ১০টি কম্বল বরাদ্দ আসলেও এর মধ্যে বিতরণ করা হয়েছে ৬শ টি। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আকরাম হোসেন জানান, যেটুকু কম্বল পেয়েছি তা চাহিদার তুলনায় অপ্রতুল। এমুহূর্তে আরও বেশি শীতবস্ত্র প্রয়োজন।

মন্তব্য করুন


 

Link copied