আর্কাইভ  শুক্রবার ● ১৯ এপ্রিল ২০২৪ ● ৬ বৈশাখ ১৪৩১
আর্কাইভ   শুক্রবার ● ১৯ এপ্রিল ২০২৪
 width=
 
 width=
 
শিরোনাম: পলাশবাড়ীতে আসামির ছুরিকাঘাতে বাদীর মৃত্যু, গ্রেফতার ১       মন্ত্রী-সংসদ সদস্যদের সন্তান-স্বজনের ভোটে না দাঁড়ানোর নির্দেশ       ভোজ্যতেলের দাম বাড়ল, খোলা তেলে সুখবর       বিএনপি নেতা সোহেলের নিঃশর্ত মুক্তি দাবিতে রংপুরে  মানববন্ধন ও সমাবেশ        খরার ঝুঁকিতে রংপুর অঞ্চল      

 width=
 

দিনাজপুরে খাদ্যে বিষক্রিয়ায় ২ মহিলার মৃত্যু; ১ জন গুরুতর অসুস্থ

মঙ্গলবার, ১৮ মার্চ ২০১৪, বিকাল ০৬:১৫

কুরবান আলী, দিনাজপুর ॥ দিনাজপুরে খাদ্যে বিষক্রিয়ায় ২ মহিলা মারা গেছেন। অপর ১ মহিলা গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন। দিনাজপুর শহরের উত্তর কাঞ্চন কলোনীতে বাহাদুরবাজার থেকে কেনা ইসবগুলের ভূষির সরবত ও বাসী খাবার খেয়ে মঙ্গলবার সকালে বাড়ীর মালিক আব্দুল জাবেদের স্ত্রী দিলারা জাহান (৬৫) এবং ২ ভাড়াটিয়া নসু মিয়ার স্ত্রী ময়না (৪০) ও শাহ জাহান আলীর স্ত্রী জুলেখা বেগম (৬০) গুরুতরভাবে অসুস্থ হয়ে পড়েন। দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে দিলারা জাহান মারা যান। ময়নাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ও জুলেখাকে জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতালে ভর্তি করা হয়। বিকেল ৪ টায় জুলেখা বেগমের মৃত্যু হয়। মৃত দিলারা জাহান ও জুলেখা বেগমের ময়না তদন্ত সম্পন্ন হয়েছে। কোতয়ালী থানার অফিসার ইনচার্জ আলতাফ হোসেন জানান, ঘটনা জানার পর পুলিশ পাঠানো হয়। ওসি বলেন, মেডিকেল কলেজের চিকিৎসক জানিয়েছেন খাদ্যে বিষক্রিয়ায় মৃত্যু হয়।

মন্তব্য করুন


 

Link copied