নিউজ ডেস্ক: রংপুর সিটি করপোরেশন নির্বাচনের মেয়র প্রার্থী পদ থেকে সরে দাঁড়িয়েছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদেষ্টা চৌধুরী খালেকুজ্জামান।
বৃহস্পতিবার চৌধুরী খালেকুজ্জামান এক বিবৃতিতে জানান, কয়েকদিন আগে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তিনি সাক্ষাৎ করেন। সেখানে প্রধানমন্ত্রী তাকে রংপুর সিটি করপোরেশনে মেয়র পদে নির্বাচন না করার আহ্বান জানান। এরপর থেকেই তিনি প্রচার বন্ধ রাখেন।
তিনি সরে দাঁড়ালেও আওয়ামী লীগের আরও তিন প্রার্থী মাঠে প্রচার চালিয়ে যাচ্ছেন। তারা হলেন_ মহানগর আওয়ামী লীগের সভাপতি সাফিউর রহমান সফি, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা সাবেক সংসদ সদস্য শরফুদ্দিন আহমেদ ঝন্টু ও জেলা আওয়ামী লীগের দফতর সম্পাদক তৌহিদুর রহমান টুটুল। সফি ও টুটুল প্রধানমন্ত্রীর দোয়া নিয়ে নির্বাচনী মাঠে নেমেছেন বলে জানান।
সেই সঙ্গে তার প্রতি আন্তরিকতার জন্য সমর্থক-কর্মী ও রংপুরবাসীর প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জানান।