আর্কাইভ  মঙ্গলবার ● ১৬ এপ্রিল ২০২৪ ● ৩ বৈশাখ ১৪৩১
আর্কাইভ   মঙ্গলবার ● ১৬ এপ্রিল ২০২৪
 width=
 
 width=
 
শিরোনাম: কুড়িগ্রামে অষ্টমীর স্নান করতে এসে মারা গেলেন পুরোহিত       বাস-পিকআপ সংঘর্ষে ১১ জন নিহত       উপজেলা পরিষদ নির্বাচন: রংপুরে ৩০ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল        ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে ডোমার ও ডিমলায় মনোনয়ন জমা দিলেন ৩৫ জন       নীলফামারীতে বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে গণধর্ষন -গ্রেপ্তার ৬      

 width=
 

“স্পিকার নাবালিকা”

শনিবার, ৫ এপ্রিল ২০১৪, দুপুর ০৪:৪৭

জাতীয় সংসদের স্পিকার শিরিন শারমিন চৌধুরীকে ‘নাবালিকা’ বলে আখ্যায়িত করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেন, ‘অগণতান্ত্রিকভাবে যারা সংসদ সদস্য হয়েছেন তারা সংসদে দাঁড়িয়ে মুক্তিযোদ্ধা ও স্বাধীনতার ঘোষক শহীদ জিয়ার নামে গালাগাল করেন। আর আমাদের স্পিকার সে কথা বসে বসে শোনেন। আসলে এ স্পিকার নাবালিকা।’ শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম-ঢাকা মহানগর উত্তর আয়োজিত ‘শহীদ জিয়া, খালেদা জিয়া ও তারেক রহমানের নামে মিথ্যাচার করার প্রতিবাদে’ মানবন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। গয়েশ্বর বলেন, ‘সংসদে অবৈধ সংসদরা ১২০ মিনিট সংসদের সময় নষ্ট করে জিয়া পরিবারের প্রতি কটাক্ষ করেছে। যার কোন প্রতিবাদ স্পীকার করেননি।’ তিনি বলেন, ‘শেখ হাসিনাকে খুশি করার জন্য সংসদে অবৈধ লোকজন ব্যঙ্গকরে। সংসদের তারা জনগণের কথা বলে না। কারণ তারা কেউ জনগণের ভোটে আসেননি। তাই জনগণের প্রতি তাদের কোন দায়বধ্যতা নেই।’ ‘জিয়া প্রথম রাষ্ট্রপতি এ কথা কেন আগে বলা হয়নি’ এ কথার প্রসঙ্গে  তিনি বলেন, ‘সত্য কথা পরে বললেই কি মিথ্যা হয়। আর এ কথা আগে বলার প্রয়োজন ছিল না। কিন্তু অবৈধ সরকারের মিথ্যাচারের বিভ্রান্ত জনগণকে সঠিক তথ্য জানানোর জন্য বলতে হচ্ছে।’ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম-ঢাকা মহানগর উত্তরের সহসভাপতি ওবাইদুল রহমান অটল এর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন জাতীয় গণতান্ত্রিক পার্টির সভাপতি শফিউল আলম প্রধান, সংগঠনের কেন্দ্রীয় সভাপতি শ্যামা ওয়াহিদ, মুক্তিযুদ্ধ দলের সভাপতি ইসতিহাক আজিজ উলফাহ, বীর মুক্তিযোদ্ধা ইসমাইল হোসেন বেঙ্গল প্রমুখ।

মন্তব্য করুন


 

Link copied