আর্কাইভ  শুক্রবার ● ১৯ এপ্রিল ২০২৪ ● ৬ বৈশাখ ১৪৩১
আর্কাইভ   শুক্রবার ● ১৯ এপ্রিল ২০২৪
 width=
 
 width=
 
শিরোনাম: পলাশবাড়ীতে আসামির ছুরিকাঘাতে বাদীর মৃত্যু, গ্রেফতার ১       মন্ত্রী-সংসদ সদস্যদের সন্তান-স্বজনের ভোটে না দাঁড়ানোর নির্দেশ       ভোজ্যতেলের দাম বাড়ল, খোলা তেলে সুখবর       বিএনপি নেতা সোহেলের নিঃশর্ত মুক্তি দাবিতে রংপুরে  মানববন্ধন ও সমাবেশ        খরার ঝুঁকিতে রংপুর অঞ্চল      

 width=
 

লালমনিরহাটে বর্ষবরণ অনুষ্ঠানে ধাওয়া-পাল্টা ধাওয়া ও মঞ্চ ভাঙচুর

সোমবার, ১৪ এপ্রিল ২০১৪, বিকাল ০৫:১৬

সোমবার দুপুর ২টার দিকে উপজেলার পলাশী ইউনিয়নের বড়াইবাড়ি এমএইচ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত বর্ষবরণ অনুষ্ঠানে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, বড়াইবাড়ি বন্ধু সংগঠনের ব্যানারে স্থানীয়রা ওই বিদ্যালয় মাঠে বর্ষবরণ অনুষ্ঠানের আয়োজন করে। সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বেশ কিছু স্টল নিয়ে মেলা বসে। সাংস্কৃতিক অনুষ্ঠানে নৃত্য পরিবেশনের সময় স্থানীয় কয়েকজন বখাটে মোবাইলে ছবি ধারণ করতে চেষ্টা করলে আয়োজকরা বাধা দেয়। এ নিয়ে বখাটে ও আয়োজক গ্রুপের মধ্যে কয়েকবার ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এসময় মঞ্চ, সাউন্ডটেকসহ বেশ কিছু স্টল ভাঙচুর করে বখাটেরা। এতে উভয়পক্ষের অন্তত ছয়জন আহত হয়েছে। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। ধাওয়া পাল্টা ধাওয়ার সময় মেলায় উপস্থিত হন প্রধান অতিথি উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান আইয়ুব আলী। তিনি থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। বিদ্যালয়টির প্রধান শিক্ষক কিশোরঞ্জন রায় জানান, বৈশাখী মেলার জন্য আয়োজকরা মাঠের অনুমোদন চাইলে অনুমোদন দেওয়া হয়। তবে অনুষ্ঠানে তিনি ছিলেন না বলে দাবি করেন। আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম ইকবাল জানান, উপজেলার চেয়ারম্যান ফোর্স চেয়ে ফোন করেছিলেন। সেখানে কি ঘটেছে অফিসাররা ফিরে না আসা পর্যন্ত বলা যাচ্ছে না। অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান আইয়ুব আলী বলেন, মেলায় ঢুকেই লোকজনের ছুটাছুটি দেখে পুলিশে খবর দেই। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

মন্তব্য করুন


 

Link copied