আর্কাইভ  শুক্রবার ● ২৯ মার্চ ২০২৪ ● ১৫ চৈত্র ১৪৩০
আর্কাইভ   শুক্রবার ● ২৯ মার্চ ২০২৪
 width=
 

 

কুড়িগ্রামের খাবারে বেজায় খুশি ভুটানের রাজা

কুড়িগ্রামের খাবারে বেজায় খুশি ভুটানের রাজা

কুড়িগ্রামে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের নির্ধারিত স্থান পরিদর্শন করলেন ভুটানের রাজা

কুড়িগ্রামে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের নির্ধারিত স্থান পরিদর্শন করলেন ভুটানের রাজা

রানিকে নিয়ে কুড়িগ্রামে পৌঁছেছেন ভুটানের রাজা

রানিকে নিয়ে কুড়িগ্রামে পৌঁছেছেন ভুটানের রাজা

কুড়িগ্রামে সমৃদ্ধির হাতছানি

কুড়িগ্রামে সমৃদ্ধির হাতছানি

 width=
 
শিরোনাম: স্বাস্থ্যের রংপুর বিভাগীয় পরিচালক ফজলুল হক কারাগারে       কুড়িগ্রামের খাবারে বেজায় খুশি ভুটানের রাজা       লালমনিরহাটে পুকুরে জাল ফেলতেই জালে উঠে এলো যুবকের মরদেহ       কুড়িগ্রামে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের নির্ধারিত স্থান পরিদর্শন করলেন ভুটানের রাজা       রানিকে নিয়ে কুড়িগ্রামে পৌঁছেছেন ভুটানের রাজা      

 width=
 

আরফিন রুমি এবং ১ম স্ত্রী অনন্যা’র "মন ছুঁয়ে দেখ"

শনিবার, ৫ জানুয়ারী ২০১৩, বিকাল ০৫:১১

গাইলেন আরফিন রুমি’র স্ত্রী অনন্যা। তিনি আগেও গেয়েছেন। তবে অ্যালবামে নয়, স্টেজে। গাইতে গিয়ে বছর সাতেক আগে স্টেজেই রুমি-অনন্যার পরিচয়। এরপর সেই পরিচয় গড়ায় প্রেম-সংসারে। যে সংসারে আরিয়ান নামের একজন পুত্র সন্তানও আছেন। কথা ছিল বিয়ের পরেও রুমি’র পাশাপাশি অনন্যা চালিয়ে যাবেন নিজের সংগীত ক্যারিয়ার। তবে সংসারের সাত পাকে বাঁধা পড়ে অনন্যার আর গাওয়া হয়নি। প্রকাশ পায়নি তার সুপ্ত সংগীত প্রতিভা। এর মাঝেই স্ত্রী অনন্যার সর্বাত্মক সহযোগিতা নিয়ে আরফিন রুমি পোক্ত করেছেন আপন সংগীত ক্যারিয়ার। সে সঙ্গে গেল বছরের শেষ দিকে ২য় বিয়ে নামক একটি ঘটনাও ঘটেছে রুমি’র জীবনে। ২য় বারের মতো বিয়ে বন্ধনে আবদ্ধ হলেন আমেরিকা প্রবাসী কামরুন নেসা’র সঙ্গে। যে বিয়েকে অনন্যা মেনে নিয়েছেন মাথা পেতে। আর এসব মিলিয়ে বরাবরই আরফিন রুমি ভীষন কৃতজ্ঞতা প্রকাশ করে আসছেন প্রথম স্ত্রী লামিয়া আফরিন অনন্যার প্রতি। সম্ভবত সেই কৃতজ্ঞতা প্রকাশের নতুন ভাষা হিসেবে দেরিতে হলেও অ্যালবামে গাইবার সুযোগ পেয়েছেন অনন্যা। ‘মন ছুঁয়ে দেখ’ শিরোনামের এই গানটিতে রুমি নিজেও কণ্ঠ দিয়েছেন সহশিল্পী হিসেবে। আর গানটির কথা-সুর-সংগীত পরিচালনাও করেছেন রুমি নিজেই। রুমি বলেন, অনন্যা অসাধরণ গায়। বিয়ের আগে আমরা দু’জনে অসংখ্য শো করেছি। মূলত তার কণ্ঠের প্রেমেই পড়েছিলাম আমি। তবে সংসার জীবনে এসে সময়-সুযোগের অভাবে অনন্যাকে দিয়ে গাওয়াতে পারিনি। এটা হয়তো আমারই ব্যার্থতা। রুমি আরো বলেন, গানটি দারুণ হয়েছে। যার কারণে অ্যালবামটির নামও রেখেছি ‘মন ছুঁয়ে দেখ’। আর অ্যালবামটি প্রকাশ করার ইচ্ছে আছেন ১৫ জানুয়ারির মধ্যে। জানা যায়, এই অ্যালবামে অনন্যার গান ছাড়াও থাকছে দেশ-বিদেশের আরও ১০ জন নবীন শিল্পীর গান। এর মধ্যে রয়েছে আমেরিকা প্রবাসী অপু, সোহাগ এবং রানা। আর দেশীয় শিল্পীদের মধ্যে রয়েছে ফাহাদ, কামরুল, শান্ত, বেলাল, রিয়াদ, মীম ও খেয়া। অ্যালবামের সবগুলো গানের কথা-সুর-সংগীতায়োজন করেছেন রুমি নিজেই। প্রায় ১৩টি গানের এই মিশ্র অ্যালবামে অনন্যার কণ্ঠে থাকছে অন্তত দু’টি গান। এমনটাই জানালেন রুমি। তিনি আরো জানান, এই অ্যালবামের মধ্য দিয়ে অডিও অ্যালবামে অনন্যার অভিশেক হচ্ছে। আশা করছি এখন থেকে ও নিয়মিত গাইবে অডিও এবং চলচ্চিত্রে।

মন্তব্য করুন


 

Link copied