আর্কাইভ  বৃহস্পতিবার ● ১৮ এপ্রিল ২০২৪ ● ৫ বৈশাখ ১৪৩১
আর্কাইভ   বৃহস্পতিবার ● ১৮ এপ্রিল ২০২৪
 width=
 
 width=
 
শিরোনাম: পলাশবাড়ীতে আসামির ছুরিকাঘাতে বাদীর মৃত্যু, গ্রেফতার ১       মন্ত্রী-সংসদ সদস্যদের সন্তান-স্বজনের ভোটে না দাঁড়ানোর নির্দেশ       ভোজ্যতেলের দাম বাড়ল, খোলা তেলে সুখবর       বিএনপি নেতা সোহেলের নিঃশর্ত মুক্তি দাবিতে রংপুরে  মানববন্ধন ও সমাবেশ        খরার ঝুঁকিতে রংপুর অঞ্চল      

 width=
 

ভাষা সৈনিক সফিয়ার রহমান শ্রদ্ধা ও ভালোবাসায় অন্তিম বিদায়

শুক্রবার, ৯ মে ২০১৪, রাত ০৯:১৮

রাষ্ট্রভাষা বাংলা চাই -৫২ এর ভাষা আন্দোলনের তৎকালিন ছাত্র নেতা নীলফামারীর ভাষা সৈনিক সফিয়ার রহমান দীর্ঘ দিন ধরে হৃদরোগে ভুগছিলেন । শুক্রবার সকাল সাড়ে ৭টায় দিকে তিনি পৃথিবীর মায়া কাটিয়ে নীলফামারী শহরের উকিলপাড়া মহল্লার নিজবাসভবনে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি---রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী ২ ছেলেসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে জেলা জুড়ে শোকের ছায়া নেমে আসে। সফিয়ার রহমানের বাসভবনে ছুটে আসেন জেলা প্রশাসক জাকীর হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) এস,এম রফিকুন্নবী সহ বিভিন্ন রাজনৈতিক,সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

ভাষা সৈনিক সফিয়ার রহমান ১৯৫২ সালের ভাষা আন্দোলনে যুক্ত হয়ে ১৯৫২ সালের ২৮ফেব্রুয়ারী রাতে প্রথম গ্রেপ্তার হন। ওই বছরে কারাবন্দী অবস্থায় ঢাকা কেন্দ্রিয় কারাগার থেকে ম্যাট্রিকুলেশ পরীক্ষা দিয়ে পাশ করেন। ১৯৫৮ সালে তৎকালীন এসডিও অফিসে নি¤œমান সহকারী হিসাবে যোগদান করে ১৯৯৫ সালে উচ্চমান সহকারী হিসাবে অবসরে যান। নীলফামারীতে ৫জন ভাষা সৈনিকের মধ্যে তিনিই এতদিন বেঁচে ছিলেন। এ জেলার অপর ৪ ভাষা সৈনিক ছিলেন যুক্তফ্রন্ট সাবেক মন্ত্রী মরহুম খয়রাত হোসেন , মরহুম আবু নাজেম মোহাম্মদ আলী (বর্র্তমান সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরের পিতা) মরহুম এ্যাডঃ.দবির উদ্দিন আহম্মেদ ,ও মরহুম সামসুল হক।

সফিয়ার রহমানের মৃত্যুতে সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, বিরোধী দলীয় হুইপ আলহাজ্ব শওকত চৌধুরী এমপি, আফতাব উদ্দিন সরকার এমপি, অধ্যাপক গোলাম মোস্তফা এমপি, সাবেক এমপি জাফর ইকবাল সিদ্দিক, সাবেক এমপি ড. হামিদা বানু শোভা, সাবেক এমপি আহসান আহবান, সাবেক এমপি এ্যাডঃ এন কে আলম চৌধুরী, নীলফামারী পৌরমেয়র ও জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহম্মেদ, জেলা পরিষদের প্রশাসক এ্যাডঃ মমতাজুল হক, সদর উপজেলা চেয়ারম্যান আবুজার রহমান, জেলা বিএনপির আহবায়ক এ্যাডঃ আনিসুল আরেফিন চৌধুরী, জেলা জাতীয় পাটির আহবায়ক জয়নাল আবেদীন, সিপিবি সভাপতি শ্রীদাম দাস, টিআইবির জেলার সনাকের সভাপতি অধ্যাপক নরেশ চন্দ্র রায়, নীলফামারী চেম্বারের সভাপতি আব্দুল ওয়াহেদ সরকার, নীলফামারী প্রেস ক্লাবের সকল সদস্য সহ বিভিন্ন স্থরের মানুষজন গভীর শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

মন্তব্য করুন


 

Link copied