মহানগর প্রতিনিধি: রংপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী বাবা-ছেলে নিহত হয়েছেন। এরা হলেন রওশন জামান (৪৫) ও তার ছেলে শুভ (১০)। এ সময় জামানের স্ত্রী আহত হন। জামানের স্ত্রীকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে লাইফ সাপোর্টে রয়েছে।
শনিবার সকাল সাড়ে ৮টায় নগরীর দর্শনা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, সকালে একটি মোটরসাইকেলে করে রওশন জামান, তার স্ত্রী ও ছেলে রংপুর ক্যাডেট কলেজে যাচ্ছিলেন। দর্শনা মোড়ে একটি মালবাহী ট্রাক মোটরসাইকেলটিকে পেছন থেকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।