আনোয়ার হোসেন আকাশ, রাণীশংকৈল, ঠাকুরগাও: ঠাকুরগাওয়ের ধর্মগড় সীমান্তে মঙ্গলবার রাত সাড়ে ১০ টায় দুই বাংলাদেশী আটকের ঘটনা ঘটে।
বিজিবি সূত্রমতে, রানীশংকৈল উপজেলার উমরাডাঙ্গী গ্রামের আয়েশ আলীর ছেলে সাহেব আলী (৩৭) দিল্লী থেকে ফেরার পথে ধর্মগড় সীমান্তের ৩৭৩ পিলারের ওপারে ভারতীয় ৩ কিঃ মিঃ অভ্যন্তরে শ্রীপুরের ১২১ কোকরাদহ ক্যাম্পের বিএসএফ সদস্যরা রাত সাড়ে ১০ টায় তাকে আটক করে। সাহেব আলীর আত্মীয় স্বজন ভারতের দিল্লীতে থাকায় সেখানে তাদের যাতায়াত বলে এলাকাবাসী সূত্রে জানা যায়।
অপরদিকে একই সীমান্ত এলাকায় একই স্থানে কোকরাদহ ক্যাম্পের বিএসএফ সদস্যরা ৫টি গরুসহ রানীশংকৈল উপজেলার সাহানাবাদ গ্রামের সেতু মোহাম্মদের ছেলে হেলাল (১৯)কে রাত ১১টার দিকে আটক করে।
ঠাকুরগাও-৩০ বিজিবির ইন্টেলিজেন্ট অফিসার তৌহিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এব্যাপারে প্রতিবাদ জানিয়ে পতাকা বৈঠকের জন্য বার্তা পাঠানো হয়েছে।