আর্কাইভ  মঙ্গলবার ● ১৬ এপ্রিল ২০২৪ ● ৩ বৈশাখ ১৪৩১
আর্কাইভ   মঙ্গলবার ● ১৬ এপ্রিল ২০২৪
 width=
 
 width=
 
শিরোনাম: কুড়িগ্রামে অষ্টমীর স্নান করতে এসে মারা গেলেন পুরোহিত       বাস-পিকআপ সংঘর্ষে ১১ জন নিহত       উপজেলা পরিষদ নির্বাচন: রংপুরে ৩০ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল        ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে ডোমার ও ডিমলায় মনোনয়ন জমা দিলেন ৩৫ জন       নীলফামারীতে বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে গণধর্ষন -গ্রেপ্তার ৬      

 width=
 

গঙ্গাচড়া উপজেলা নির্বাচন ১৯ মে ।। চলছে বহুমুখী লড়াই

বৃহস্পতিবার, ১৫ মে ২০১৪, দুপুর ০৪:১১

বাবুল মিয়া, গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি, উত্তরবাংলা ডটকম:

রংপুরের গঙ্গাচড়া উপজেলা নির্বাচন আগামী ১৯ মে। এখানে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৯ জন প্রার্থী। এদের মধ্যে জনমত সমর্থনে এগিয়ে রয়েছেন ৫ জন প্রার্থী। এরা হলেন আওয়ামী লীগ মনোনীত সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি রুহুল আমিন  (হেলিকপ্টার প্রতিক), সাবেক গঙ্গাচড়া ইউপি চেয়ারম্যান ও সাবেক উপজেলা জাপার সভাপতি মতিয়ার রহমান (দোয়াত কলম প্রতিক), গঙ্গাচড়া ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান বাবলু (চিংড়ি মাছ প্রতিক), ১৯ দল মনোনীত (জামায়াত) অধ্যক্ষ শফিকুল আলম (মোটর সাইকেল প্রতিক) এবং জাপা মনোনীত সাবেক মর্নেয়া ইউপি চেয়ারম্যান ও উপজেলা জাপার সভাপতি সামসুল আলম (আনারস প্রতিক)।এছাড়াও ভোটারদের কাছে ততটা পরিচিতি পাননি এমন প্রার্থীদের তালিকায় রয়েছেন আরো ৩ জন প্রার্থী।

১৪ মে গঙ্গাচড়া হাই স্কুল মাঠে ‘সুজন’ আয়োজিত জনতার মুখোমুখি অনুষ্ঠানে বক্তব্য দান কালে চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে সামসুল আলম নির্বাচনে কালো টাকা ব্যবহার হচ্ছে বলে অভিযোগ করেছেন । এতে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বিঘ্নিত হচ্ছে মর্মে অভিযোগ করে সুজনসহ সরকারকে বিষয়টি খতিয়ে দেখার দাবি জানিয়েছেন। মাঠ পর্যায়েও এমন অভিযোগ হরহামেশাই পাওয়া গেলেও উপযুক্ত প্রমাণের অভাব রয়েছে। এছাড়াও রয়েছে প্রার্থীদের নির্বাচনী আচরণ বিধি লংঘনের অভিযোগ।

উপজেলা ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগের একক প্রার্থী রয়েছেন বুলবুল আহম্মেদ (বৈদ্যুতিক বাল্ব প্রতিক)। অপরদিকে ১৯ দলে রয়েছেন ২জন প্রার্থী। এদের মধ্যে বিএনপি সমর্থিত প্রার্থী উপজেলা যুবদলের সভাপতি চাঁদ সরকার (চশমা প্রতিক) ও জামায়াতের প্রার্থী হলেন ফছিউল আলম দুলু (উড়োজাহাজ প্রতিক)। একইভাবে জাতীয় পার্টিতেও রয়েছে ২ জন প্রার্থী। এরা হলেন উপজেলা জাপার সভাপতি আবুল কালাম আজাদ (নলকুপ প্রতিক) এবং মনজুম আলী মোনজাব (টিয়া পাখি প্রতিক)। উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও দলীয় প্রার্থী রয়েছেন মাত্র ২ জন। এরা হলেন আওয়ামী লীগ মনোনীত সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ক্ষান্ত রাণী রায় (পদ্ম ফুল প্রতিক) ও জামায়াত মনোনীত প্রার্থী নাজনীন নাহার (কলস প্রতিক)। এছাড়াও স্বতন্ত্র প্রার্থী হিসিবে রয়েছেন বেশ সুপরিচিত মুখ মর্নেয়া ইউপির সাবেক সংরক্ষিত সদস্য পিঞ্জিরা বেগম (সিলিং ফ্যান প্রতিক) ও কোলকোন্দ ইউপির সাবেক সংরক্ষিত সদস্য রায়হাতুন্নাহার কোকিলা (প্রজাপতি প্রতিক)। এছাড়াও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে রয়েছেন নাজনিন নাহার (হাঁস প্রতিক), তানজিনা রোকসানা (ফুটবল প্রতিক) ও রাবিয়া খাতুন (সেলাই মেশিন প্রতিক)।

ফলে আসন্ন উপজেলা নির্বাচনে আওয়ামীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী রুহুল আমিন ততটা সুবিধাজনক অবস্থানে না থাকলেও ভাইস চেয়ারম্যান প্রার্থী বুলবুল আহম্মেদ ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ক্ষ্যান্ত রাণী রায় বেশ সুবিধাজনক অবস্থানে রয়েছেন।

মন্তব্য করুন


 

Link copied