Templates by BIGtheme NET
আজ- সোমবার, ২০ সেপ্টেম্বর, ২০২১ ::৫ আশ্বিন ১৪২৮ :: সময়- ৫ : ৫৫ অপরাহ্ন
Home / আলোচিত / ‘১৬ কোটি মানুষের দেশ, কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটতেই পারে’

‘১৬ কোটি মানুষের দেশ, কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটতেই পারে’

rowshonডেস্ক: দেশের সাম্প্রতিক গুম-খুনকে ‘বিচ্ছিন্ন ঘটনা’ হিসেবে অভিহিত করে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ বলেছেন, ‘১৬ কোটি মানুষের দেশ। এতগুলো মানুষের মধ্যে কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটতেই পারে।’

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর সোনারগাঁও হোটেলে চীনা প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।

রওশন এরশাদ বলেন, ‘প্রতিটি বিষয়েরই তো প্রসিডিওর আছে। ষোল কোটি মানুষের দেশে কিছু কিছু বিচ্ছিন্ন, অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটবেই। সবাইকে দোষ দেওয়া যাবে না। সবাই খারাপ নয়। মন্ত্রী মহোদয় (মায়া) নিজেও তো বলেছেন তদন্তের বিষয়ে তিনি সহযোগিতা করবেন। তা ছাড়া র‌্যাবও অভিযোগ খতিয়ে দেখছে।’

রওশন বলেন, ‘দোষীদের গ্রেফতারের দাবিতে আমরা ইতোমধ্যে মানববন্ধন করেছি। মন্ত্রী মহোদয়ও (স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী) বিচারের আশ্বাস দিয়েছেন। দোষীদের গ্রেফতারের ব্যাপারে সরকার চেষ্টা করছে। এ বিষয়ে সবারই সিনসিয়ারিটি আছে, আগ্রহ আছে। আমাদের অপেক্ষা করতে হবে। আমি আশাবাদী, যেভাবেই হোক অপরাধীরা শাস্তির আওতায় আসবে।’

চীনা প্রতিনিধি দলের সঙ্গে আলাপ প্রসঙ্গে তিনি বলেন, ‘দেশের গার্মেন্টস সেক্টরের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। আমরা তাদের সহযোগিতা কামনা করেছি। তারা আমাদের সহযোগিতা করতে সম্মতি জানিয়েছেন। এ ছাড়া গার্মেন্টসে কর্মরত মেয়েদের স্কলারশিপ দেওয়ার ব্যাপারেও কথা বলেছি।’

রওশন জানান, ‘চীন, মিয়ানমার, ভারত ও বাংলাদেশ মিলে একটি অর্থনৈতিক করিডোর গঠনে কথা হয়েছে। তারা এ প্রস্তাবে সম্মতি জ্ঞাপন করেছে।’

বিএনপিসহ বিভিন্ন মহল থেকে এলিট ফোর্স র‌্যাব বিলুপ্তির যে দাবি উঠছে তার সাথে একমত কি না জানতে চাইলে তিনি বলেন, ‘র‌্যাব বিলুপ্তি কোন সমাধান নয়।’

এর আগে সকাল সাড়ে ১১টায় চীনের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বসেন রওশন। আধাঘণ্টাব্যাপী এ বৈঠকে দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন বৈঠকে উপস্থিত রওশনের রাজনৈতিক উপদেষ্টা গোলাম মসীহ।

বৈঠকে চীনের ন্যাশনাল পিপলস কংগ্রেসের স্ট্যান্ডিং কমিটির ভাইস চেয়ারম্যান ইয়ান জুনকি ও চীনের রাষ্ট্রদূত লী জুনসহ প্রতিনিধি দলের সদস্যরা উপস্থিত ছিলন। রওশন এরশাদের সঙ্গে ছিলেন রাজনৈতিক সচিব গোলাম মসীহ ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ফখরুল ইমাম।

Social Media Sharing

ăn dặm kiểu NhậtResponsive WordPress Themenhà cấp 4 nông thônthời trang trẻ emgiày cao gótshop giày nữdownload wordpress pluginsmẫu biệt thự đẹpepichouseáo sơ mi nữhouse beautiful