
৫৪৩টি আসনের নির্বাচনের ফলাফল প্রকাশের পর শুক্রবার বিকেলে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন কংগ্রেসের দুই কর্ণধার।
প্রথমে বক্তব্য রাখেন রাহুল গান্ধী। তিনি বলেন, কংগ্রেস অনেক খারাপ ফল করেছে। দলের ভাইস প্রেসিডেন্ট হিসেবে আমি এর দায় নিচ্ছি। এ ফলাফল নিয়ে আমাদের চিন্তা করা উচিত। এ ছাড়া, বিজেপির নেতৃত্বাধীন নতুন সরকারকে অভিনন্দনও জানান রাহুল।
রাহুলের পর সংবাদ সম্মেলনে কথা বলেন সোনিয়া গান্ধী। তিনি বলেন, আমি বিজেপির নেতৃত্বে গঠিত হতে যাওয়া নতুন সরকারকে অভিনন্দন জানাচ্ছি, একই সঙ্গে এ পরাজয়ের জন্য দলের প্রেসিডেন্ট হিসেবে দায় নিচ্ছি।
সোনিয়া বলেন, আমরা যেভাবে প্রত্যাশা করেছিলাম সেভাবে সমর্থন পাইনি। তবে জয়-পরাজয় গণতান্ত্রিক প্রক্রিয়ারই অংশ। আমরা জনমতকে শ্রদ্ধা জানাই।
এ ছাড়া, জাতীয় ঐক্যের ক্ষেত্রে নতুন সরকার কোনো আপোশ করবে না বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।