দিন যত যাচ্ছে, ততই বেড়ে চলেছে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমেরজনপ্রিয়তা। জনপ্রিয়তার দিক থেকে অন্য কোন অপারেটিং সিস্টেম যেন এরধারেকাছেও আসতে পারছে না। আর আপনিও হয়ত এই জনস্রোতে গা ভিজিয়ে নিতে কিনেফেললেন একটি অ্যান্ড্রয়েড ফোন। তাহলে আমার এই লিখাটি আপনার জন্যই। চলুনদেখে নেওয়া যাক নতুন অ্যান্ড্রয়েড ফোন কেনার পর প্রথমেই কোন ১০টি কাজ করেনেবেন।
১. গুগল অ্যাকাউন্ট যোগ করা : আপনার ফোনটি চালু করার পর প্রথমেই আপনাকে একটি গুগল অ্যাকাউন্ট যোগকরতে বলা হবে। আপনি অবশ্যই এই কাজটি করবেন। কেননা গুগল অ্যাকাউন্টেরমাধ্যমে আপনি পরবর্তীতে গুগলের সব ধরনের সেবা উপভোগ করতে পারবেন।
২. হোমস্ক্রিন গুছিয়ে নেওয়া : এরপর আপনি আপনার ফোনের হোমস্ক্রিন থেকে অপ্রয়োজনীয় সকল উইজেট সরিয়েফেলুন। কেননা এতে আপনার ফোন অনেক দ্রুত কাজ করতে পারবে এবং আপনিও প্রয়োজনীয়অন্যান্য শর্টকাট সেট করতে পারবেন।
৩. অপ্রয়োজনীয় অ্যাপ মুছে ফেলা : একটা নতুন অ্যান্ড্রয়েড ফোন নানা ধরনের অ্যাপ ইন্সটল করা থাকে। এরমধ্যে দেখা যায় যে, বেশির ভাগই আমাদের কোন কাজে আসেনা। তাই এই ধরনেরঅপ্রয়োজনীয় অ্যাপ খুঁজে বের করে সেগুলো আনইন্সটল করে দিন। এতে আপনার ফোনেরর্যাম খালি থাকবে। আর আপনি পাবেন দারুন পারফরমেন্স।
৪. জিমেইল সেটিং: এবার আপনি আপনার জিমেইল অ্যাপ ওপেন করে দরকার মতো সেটিং করে নিন। এর ফলে মেইল নিয়ে আপনাকে কোন দুশ্চিন্তা করতে হবেনা।
৫. ফটো ব্যাকআপ : আপনার ফোনে যদি Google+ Photos নামের ফটো ব্যাকআপ সফটওয়্যার দেওয়াথাকে, তাহলে ব্যাকআপ অপশন থেকে আনলিমিটেড করে দিন। কেননা এতে করে আপনার সকলছবি এবং ভিডিও থাকবে সুরক্ষিত।
৬. গুগল প্লে স্টোর সেটিংস : এবার আপনার গুগল প্লে ওপেন করে সেটিংস এ যান। সেখানে থাকা “Add icon to Home screen.” থেকে টিক চিহ্ন তুলে দিন। এতে করে নতুন কোন অ্যাপ ইনস্টলকরলে হোমস্ক্রিনে শর্টকাট তৈরি হবেনা।
৭. ডিভাইস ম্যানেজার :এটা খুবই গুরুত্বপূর্ণ একটা অ্যাপ। আপনার ফোন হারালে এর সাহায্যে খুবসহজেই খুঁজে নিতে পারবেন।
৮. কিছু অ্যাপ নামিয়ে নিন : এবার আপনার প্রয়োজনমত কিছু অ্যাপস গুগল প্লে থেকে নামিয়ে নিন। এর ফলেআপনি আপনার অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করে পাবেন নতুন এক অভিজ্ঞতা।
৯. হোমস্ক্রিনে উইজেট সেট করুন :দরকার মত কিছু উইজেট আপনার হোমস্ক্রিনে সেট করে নিন। এর মাধ্যমে আপনিকিছু কাজ সফটওয়্যার ওপেন না করেই করতে পারবেন। যেমন- মেইল চেক করা, ফেসবুকেটাইমলাইন দেখা প্রভৃতি।
১০. নোটিফিকেশন : আপনি হয়তো আপনার ফোন বেশ কিছু সফটওয়্যার ইনস্টল করেছেন। এর মধ্যে কিছুথাকবে যা কিছুক্ষণ পরপর আপনার নোটিফিকেশন বারে নানা ধরনের নোটিফিকেশনদেখাতে থাকবে। এ থেকে পরিত্রাণ পেতে চাইলে আপনাকে প্রথমে যেতে হবে “Applications” বা “Apps” এ। তারপর সেখান থেকে আপনার দরকারমত অ্যাপসেরনোটিফিকেশন বন্ধ করে দিতে পারবেন।