ইনজামাম-উল-হক নির্ণয়, নীলফামারী প্রতিনিধি, উত্তরবাংলা ডটকম :
সৈয়দপুরে পুলিশের চেকিং পয়েন্টে মোটরসাইকেল দূর্ঘটনায় একজন নিহত ও তিনজন আহত হয়েছেন। সৈয়দপুর-নীলফামারী বাইপাস সড়কের নাড়িয়ার খাম্বা নামক স্থানে সোমবার দুপুরে এ দূর্ঘটনাটি ঘটেছে।
নিহত শিবু চন্দ্র ঘোষের বাড়ি রংপুর নগরের নিউ আদর্শপাড়া কলেজ রোডে। তিনি ওই এলাকার সুনীল চন্দ্র ঘোষের ছেলে। তাঁর ময়না তদন্ত মঙ্গলবার রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে সম্পন্ন হয়েছে। পরে তাঁর লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানা গেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, প্রায় পক্ষকাল ধরে সৈয়দপুর থানা পুলিশ শহরের বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে মোটর- সাইকেলের কাগজপত্র পরীক্ষা করছিল। ওই অভিযানের অংশ হিসেবে গতকাল সোমবারও দুপুরে সৈয়দপুর-নীলফামারী বাইপাস সড়কের নাড়িয়ার খাম্বা নামক স্থানে ব্যারিকেড নিয়ে ওই সড়ক দিয়ে চলাচলকারী মোটরসাইকেলের কাগজপত্র পরীক্ষা করছিল পুলিশ। এ অভিযানের নেতৃত্বে ছিলেন সৈয়দপুর থানার সহকারি উপ-পরিদর্শক (এএসআই) ইয়াছিন আলী। এ সময় ওই সড়ক দিয়ে শিবু চন্দ্র ঘোষ (২০) ও মোস্তফা কামাল বাটুল (২৮) নামের মুঠোফোনের যন্ত্রাংশের দুই ব্যবসায়ী মালামাল সরবরাহ দিতে একটি টিভিএস মোটরসাইকেলে করে রংপুর থেকে সৈয়দপুর বাইপাস হয়ে নীলফামারীর দিকে যাচ্ছিলেন। ওই মোটরসাইকেলটি চালাচ্ছিলেন মোস্তফা কামাল বাটুল। আর পেছনে আরোহী হিসেবে ছিলেন শিবু চন্দ্র ঘোষ। তারা দুপুর আনুমানিক পৌণে একটার দিকে সৈয়দপুর -নীলফামারী বাইপাস সড়কের উল্লে¬খিত স্থানে পৌঁছলে পুলিশের ব্যারিকেডে দেখতে পেয়ে তাদের মোটরসাইকেলটি থামায়। এ সময় পুলিশ তাদের মোটরসাইকেলের কাগজপত্র পরীক্ষা করছিলেন। আর চালক মোস্তফা কামাল বাটুল (২৮) ও তাঁর সঙ্গীয় শিবু চন্দ্র ঘোষ মোটরসাইকেলের ওপরেই বসেছিলেন। ঠিক এ সময় উল্লে¬খিত স্থানে পুলিশ ব্যারিকেডে দাঁড়িয়ে থাকা তাদের মোটরসাইকেলটিকে পেছন থেকে সজোরে ধাক্কায় দেয় একই দিকে থেকে আসা অপর একটি মোটরসাইকেল। এ মোটরসাইকেলটি চালাচ্ছিলেন নিতাই চন্দ্র রায় (২২)। আর তাঁর পেছনে আরোহী হিসেবে ছিলেন তাঁর স্ত্রী পারুল রানী রায় (১৮)। পুলিশ ব্যারিকেডের মধ্যে আকস্মিক এ দূর্ঘটনায় উভয় মোটরসাইকেলের চালক ও আরোহীরা সকলেই কমবেশি আহত হন। পুলিশ ও আশপাশের লোকজন প্রথমে আহতদের দ্রুত উদ্ধার করে সৈয়দপুর ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে যান। এদের মধ্যে গুরুতর আহত মোটরসাইকেল আরোহী শিবু চন্দ্র চন্দ্র ঘোষকে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। ওই দিন বিকেলে সোয়া ৬ টায় সেখানে চিকিৎসাধীন অবস্থা তিনি (শিবু চন্দ্র ঘোষ) মারা যান। অপর আহত মোটরসাইকেল চালক মোস্তফা কামাল বাটুল ও আরোহী পারুল রাণী রায়কে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
জানা যায়, রংপুর জেলার গংগাচড়া উপজেলার দক্ষিণ লাল চাঁদপুর গ্রামের নিতাই চন্দ্র রায় তাঁর নতুন একটি ডিসকভার মোটরসাইকেলে করে স্ত্রী পারুল রাণী রায়কে নিয়ে শ্বশুরবাড়ি যাচ্ছিলেন। তাঁর শ্বশুর বাড়ি নীলফামারীর সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের দক্ষিণ সোনাখুলী গ্রামে বলে জানা গেছে।
সৈয়দপুর থানার উপ-পরিদর্শক (এসআই) ও মামলার তদন্তকারী কর্মকর্তা মো. শহিদুল ইসলাম জানান, এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। থানার সহকারি উপ-পরিদর্শক (এএসআই) ইয়াছিন আলী বাদী ওই মামলা করেছেন। এ মামলার আসামী মোটরসাইকেল চালক নিতাই চন্দ্র রায় বর্তমানে পুলিশ প্রহরায় সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।