ডেস্ক রিপোর্ট : ১৯৭১ সালের আগে ভারতে বসতি স্থাপনকারী সব বাংলাদেশি ভারতীয় বলে বিবেচিত হবেন। বুধবার এই রায় দিয়েছেন মেঘালয়ের হাইকোর্ট। বার্তা সংস্থা পিটিআইয়ের উদ্ধৃতি দিয়ে খবরটি দিয়েছে টাইমস অব ইন্ডিয়া।
রায়ে বলা হয়েছে, ১৯৭১ সালের ২৪ মার্চের আগে যেসব বাংলাদেশি মেঘালয়ে বসতি স্থাপন করেছেন, তাদের ভারতীয় হিসেবে গণ্য করতে হবে। এবং তাদের ভোটাধিকার থাকবে।
বাংলাদেশের ৪০ জন শরণার্থীর করা এক রিট পিটিশনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন মেঘালয় হাইকোর্ট।