কুরবান আলী, দিনাজপুর ॥ দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার ভুট্টা ক্ষেত থেকে মহিলার বস্তাবন্দী ২টি কাটা পা উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে বোচাগঞ্জ উপজেলার রনগাঁও ইউনিয়নের বাসুদেবপুর গ্রামের এক ভুট্টা ক্ষেত থেকে পুলিশ বস্তাবন্দী অবস্থায় মহিলার ২টি কাটা পা উদ্ধার করেছে। বস্তাবন্দী পা কুকুর টানাটানি করলে এলাকাবাসী দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। উরু থেকে পা পর্যন্ত ২টি পায়ের নখে নেলপালিশের চিহ্ন পাওয়া যায়। ২ পায়ের আঙ্গুল থেতলানো ছিল। লাশের অন্যান্য অংশ খোজা হচ্ছে বলে পুলিশ জানায়। এব্যাপারে বোচাগঞ্জ থানায় ইউডি মামলা দায়ের করা হয়।