২০০৬ ও ২০১০ সালের পর আবারও বিশ্বকাপ ফুটবল আসরে বিস্ফোরণ ঘটিয়েছেন কলম্বিয়ান গায়িকা শাকিরা। ব্রাজিল বিশ্বকাপ এবার শাকিরার বিশ্বকাপ সং লা লা লা‘-তে নাচবেন। তবে দুনিয়া নেচে ওঠার আগে শাকিরা লিওনেল মেসি ও নেইমারকে নাচালেন ও নিজে নাচলেনও বটে।
২০০৬ বিশ্বকাপের ফাইনালে নেচে-গেয়ে বিশ্বকে মুগ্ধ করেছিলেন শাকিরা। ২০১০ সালে তো দক্ষিণ আফ্রিকা জয় করেন স্পেনের ডিফেন্ডার জেরার্ড পিকের মনের মানুষ শাকিরা। এই ভিডিওতে ব্রাজিলের সংস্কৃতিও রয়েছে। আর এ ছাড়া রয়েছে ফুটবলের জয়জয়কার। সাম্বার ছন্দে শাকিরা আবারও বিশ্ব হৃদয় জয় করতে চলেছেন।