দিনাজপুরে এক কয়েদীর মৃত্যু
কুরবান আলী, দিনাজপুর:
হৃদরোগে আক্রান্ত হয়ে শুক্রবার সকালে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে এক কয়েদীর মৃত্যু হয়েছে।
দিনাজপুর জেলা কারগার সূত্রে জানা যায়, স্ত্রী হত্যার মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত (কয়েদী নং- ৮৭৬২/এ) বিরল উপজেলার বড়তিলাইন গ্রামের আব্দুল মাজেদের পুত্র ময়নুল ইসলাম (৪৫) হৃদ রোগে আক্রান্ত হয়ে ১৯ মে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকাল ৯টায় তাঁর মৃত্যু হয়।
দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় গৃহবধূ নিহত
সড়ক দুর্ঘটনায় শুক্রবার সকালে দিনাজপুরে ১ গৃহবধূ নিহত হয়েছেন।
দিনাজপুর কোতয়ালী থানা সূত্রে জানা যায়, বীরগঞ্জ উপজেলার নিজপাড়া গ্রামের সাদেকুল ইসলামের স্ত্রী রেজিয়া বেগম (২৫) বৃহস্পতিবার রাতে বাড়ীর সামনের রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত হয়ে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে শুক্রবার সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ময়না তদন্ত শেষে লাশ স্বজনের কাছে হস্তান্তর করা হয়েছে। এব্যাপারে কোতয়ালী থানায় ইউডি মামলা দায়ের করা হয়েছে।
গলায় ফাঁস দিয়ে দিনাজপুরে গৃবধূর আত্মহত্যা
পারিবারিক কলহের কারণে দিনাজপুরে গলায় ফাঁস দিয়ে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।
দিনাজপুর কোতয়ালী থানা সূত্রে জানা যায়, সদর উপজেলার দক্ষিণ শিবরামপুর গ্রামের হরিশ চন্দ্র রায়ের স্ত্রী গীতা রানী (৩৫) পারিবারিক কলহের কারণে বৃহস্পতিবার রাতে নিজ শয়ন কক্ষে বড়গার সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্ত শেষে লাশ স্বজনের কাছে হস্তান্তর করা হয়। এব্যাপারে কোতয়ালী থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।