ডিজার হোসেন বাদশা, পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ে গাঁজা সহ এক গাঁজা বিক্রেতাকে আটক করেছে পুলিশ। আটককৃত গাঁজা বিক্রেতা আল-আমিন (২০) পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের পাইকানিপাড়া গ্রামের ঈমান আলীর ছেলে।
আজ বৃহষ্পতিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে পঞ্চগড় পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) ওই গাঁজা বিক্রেতাকে সদর উপজেলার হাড়িভাসা বাজার থেকে আটক করে। এ সময় তার কাছে বিক্রির জন্য রাখা ৭শ গ্রাম গাঁজা উদ্ধার করে ডিবি পুলিশ।
পঞ্চগড় পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা জানান, আটককৃত আল-আমিনের বিরুদ্ধে পঞ্চগড় সদর থানায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।