রাজীবপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের রাজীবপুর উপজেলার চরাঞ্চল মদনের চরে বেলায়েত হোসেন (৭৫) নামের এক বৃদ্ধ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে জানা গেছে।
আজ শুক্রবার ভোররাতে নিজের বাড়িতে গাছের সঙ্গে দড়িবেঁধে তিনি আত্মহত্যা করেন । অভিমান করে করে তিনি আত্মহত্যা করেন বলে পারিবারিক ও গ্রামবাসি সূত্রে জানা গেছে।
নিহতের পারিবারিক সূত্রে আরো জানা গেছে, প্রথম স্ত্রী মারা যাওয়ার পর ওই ব্যক্তি আরেকটি বিয়ে করেন। এতে তার ছেলেদের সঙ্গে বিরোধ বাঁধে। এনিয়ে তিনি দীর্ঘদিন থেকে হতাশায় ভুগছিলেন। নিহত বৃদ্ধের ছেলে মজনু মিয়া জানান, কি কারনে আত্মহত্যা করে তা বলা যাচ্ছে না।