কুরবান আলী, দিনাজপুর ॥ দিনাজপুরে ঘোড়াঘাট উপজেলার নির্বাচিত চেয়ারম্যান এর বিরুদ্ধে মামলা থাকার কারণে তিনি দায়িত্ব গ্রহণ করতে না পারায় স্থানীয় সরকার মন্ত্রনালয়ের নির্দেশে পূর্বের উপজেলা চেয়ারম্যানকে চলতি দায়িত্ব পালনের জন্য নির্দেশপত্র প্রদান করা হয়েছে।
দিনাজপুরের জেলা প্রশাসক আহমেদ শামীম আল রাজী জানান, ঘোড়াঘাট উপজেলার নির্বাচিত চেয়ারম্যান শাহ মোঃ শামীম হোসেন চৌধুরীর বিরুদ্ধে সরকার বিরোধী নাশতকা মূলক কর্মকান্ড সৃষ্টি ও বিস্ফোরক আইনে মামলা থাকার কারণে তিনি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন না করে পলাতক রয়েছেন। তিনি পলাতক থাকায় উপজেলা পরিষদের অফিসিয়াল কার্যক্রম ও উন্নয়নমূলক কার্যক্রম ব্যাহত হচ্ছে। বিষয়টি স্থানীয় সরকার মন্ত্রনালয়ে অবহিত করা হয়। মন্ত্রনালয় থেকে সরকারের ঘোষিত আইন ও স্থানীয় সরকার মন্ত্রনালয় বিধি অনুযায়ী পূর্বের উপজেলা চেয়ারম্যান কাজী শুভ রহমান চৌধুরী চলতি দায়িত্বে উপজেলা চেয়ারম্যানের দায়িত্ব পালন করতে নির্দেশনা দেয়া হয়েছে। তিনি বর্তমান নির্বাচিত চেয়ারম্যান যোগদান না করা পর্যন্ত তার চলতি দায়িত্ব পালন করে যাবেন।
ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তবিবর রহমান জানান, বর্তমান উপজেলা চেয়ারম্যান শাহ মোঃ শামীম হোসেন নির্বাচিত হওয়ার পর গত ২২ এপ্রিল প্রথম সভা আহবান করা হয়। কিন্তু তিনি ওই সভায় উপস্থিত না হওয়ায় পরিষদের প্রথম সভা অনুষ্ঠিত হয়নি। এছাড়াও চলতি অর্থ বছরের আয়-ব্যয়ের হিসাব ও আগামী অর্থ বছরের বাজেট প্রদানের জন্য ১২ জনের মধ্য প্রয়োজনীয় কাগজপত্র স্বাক্ষর করে মন্ত্রনালয়ে প্রেরন করতে হবে। এসব বিষয়ে বিবেচনা করে স্থানীয় সরকার মন্ত্রনারয়ের বিধি অনুযায়ী সংশ্লিষ্ট মন্ত্রনালয়ের নির্দেশে পূর্বের উপজেলা চেয়ারম্যানকেই দায়িত্ব গ্রহণের অনুরোধ জানানো হয়। তিনি আগামী ৪ জুন থেকে চলতি দায়িত্ব পালন করবেন।