কিছুদিনের মধ্যেই শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপ ২০১৪। এই আসরকে ঘিরে এরই মধ্যে বিশ্বের বিভিন্ন প্রান্তে ফুটবলের আবহ ছড়িয়ে পড়েছে। এই আবহ থেকে বাদ যায়নি বাংলাদেশও।
তবে এবারের বিশ্বকাপের থিম সঙটিকে ঘিরে সবারই আগ্রহ ছিল বেশ তুঙ্গে। কারণ, গত আসরে শাকিরার গাওয়া ‘ওয়াকা ওয়াকা’ থিম সঙটি অর্জন করেছিল আকাশছোঁয়া জনপ্রিয়তা। ছেলে থেকে বুড়ো সবার মুখে মুখেই ছিল গানটি। বিশ্বকাপ উন্মাদনায় এক নতুন মাত্রা যোগ করেছিল ‘ওয়াকা ওয়াকা’। বিশ্বকাপ আসরের সব থিম সঙকে জনপ্রিয়তার বিচারে ছাড়িয়ে যায় ‘ওয়াকা ওয়াকা’। এই গানটি ইউটিউবে দেখেছে ৫০ লাখেরও বেশি দর্শক।
তবে এবারের বিশ্বকাপ ফুটবল আসরের থিম সঙ ‘ওলে ওলা’ গেয়েছেন জেনিফার লোপেজ, পিটবুল ও ক্লদিয় লেইতে। ধারণা করা হচ্ছিল, বিশ্বনন্দিত পপ গায়িকা জেনিফার লোপেজের কণ্ঠে এবারের গানটি ঝড় তুলবে ফুটবলপ্রেমীদের মনে। কিন্তু তার সিকিভাগও হয়নি। শাকিরার ‘ওয়াকা ওয়াকা’কে ছাড়িয়ে যাওয়া তো দূরের কথা, জনপ্রিয়তার দিক দিয়ে এর ধারে-কাছেও আসতে পারেনি জেনিফারের ‘ওলে ওলা’।
এদিক থেকে শাকিরার কাছে হার হয়েছে জেনিফার লোপেজের। শুধু তাই নয়, ‘ওল ওলা’ গানটি শুনে হতাশ হয়েছেন অনেকে। শাকিরার ‘ওয়াকা ওয়াকা’র পর আরও ভাল কিছু আশা করা হয়েছিলা এবার। কিন্তু তেমনটি হয়নি। হয়েছে উল্টো। ব্রাজিলের ফুটবল ভক্তরা এর বিরোধিতাও করেছেন।
এবারের আসরের স্বাগতিক এই দেশে এতো জনপ্রিয় শিল্পী থাকতে কেন লোপেজ ও পিটবুলকে দিয়ে বিশ্বকাপ-সংগীত গাওয়ানো হলো তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন তারা। বরং এবারের বিশ্বকাপ উপলক্ষে শাকিরার গাওয়া নতুন গান ‘লা লা লা’ এরই মধ্যে জনপ্রিয় হয়ে উঠেছে।
মেসি, নেইমার, পিকে, ফ্যালকাও, ফ্যাব্রিগাস, আগুয়েরোর মতো বিখ্যাত ফুটবলাররা রয়েছেন শাকিরার এ গানের ভিডিওতে। তাই জেনিফারের ‘ওলে ওলা’য় নয়, বরং ফুটবলপ্রেমীরা এখনও ভাসছেন শাকিরার ‘ওয়াকা ওয়াকা’ এবং ‘লা লা লা’র সুরের মূর্ছনায়।