বাংলাদেশের একটি বিজ্ঞাপনচিত্রে অংশ নিতে ঢাকায় আসেন ভারতের জনপ্রিয় অভিনেত্রী রাইমা সেন। ৪ জুন বুধবার রাতে তিনি ঢাকা এসে পৌঁছান।
সংশ্লিষ্টসূত্রে জানা যায়, লীজান হারবাল প্রোডাক্টের একটি বিজ্ঞাপনচিত্রে কাজ করছেন রাইমা। এরই শুটিংয়ে ঢাকা আসেন তিনি।
এদিকে ৫ জুন রাজধানীর পান্থপথে সামারাই কনভেনশন সেন্টারে একটি সংবাদ সম্মেলনে অংশ নিচ্ছেন রাইমা। লীজান হারবাল প্রোডাক্ট ভারতে বাজারজাতকরণের জন্য এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হচ্ছে।
সম্প্রতি বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে বলিউডে নির্মিত ‘চিলড্রেন অব ওয়ার’ ছবিতে বীরাঙ্গনা চরিত্রে অভিনয় করেছেন রাইমা সেন। ছবিটি বাংলাদেশেও মুক্তি পেয়েছে ‘যুদ্ধশিশু’ নামে।