মহানগর প্রতিনিধি: অবিলম্বে ‘অবৈধ’ বাজেট বাতিল করে জনমুখি বাজেট প্রণয়ন ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে সোমবার রংপুর মহানগরীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি।
বৈরী আবহাওয়াকে উপেক্ষা করে দুপুরে জেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মোজাফফর হোসেনের নেতৃত্বে নগরীর গ্রান্ড হোটেল মোড় থেকে মিছিলটি শুরু হয়ে জাহাজ কোম্পানি মোড় হয়ে আবারো গ্রান্ড হোটেল মোড়ে গিয়ে শেষ হয়।
এ সময় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মামুনুর রশিদ, সামসুজ্জামান সামু, কাউনিয়া উপজেলা বিএনপি সভাপতি এমদাদুল হক ভরসা, জেলা যুবদল সভাপতি রইচ আহমেদ, সহসভাপতি নাজমুল ইসলাম নাজু,ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মাহফুজ উন নবী ডন, জেলা ছাত্রদল সভাপতি জহির আলম নয়ন, সেক্রেটারি মনিরুজ্জামান হিজবুল, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুস সালাম, বিএনপির সাবেক দফতর সম্পাদক সালেকুজ্জামান সালেক প্রমুখ।