আর্কাইভ  শুক্রবার ● ২৯ মার্চ ২০২৪ ● ১৫ চৈত্র ১৪৩০
আর্কাইভ   শুক্রবার ● ২৯ মার্চ ২০২৪
 width=
 
 width=
 
শিরোনাম: দিনাজপুরে ছিনতাইকৃত মালামাল উদ্ধারসহ ছিনতাইকারী চক্রের দুই সদস্য গ্রেপ্তার        জমি রেজিস্ট্রি করে না দেয়ায় বাবাকে কবর দিতে ছেলের বাঁধা ॥ পুলিশের হস্তক্ষেপে দাফন       নীলফামারীতে স্বামীর প্রথম বিয়ের খবরে নববধূ দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যা ॥ স্বামী গ্রেপ্তার       রংপুরবাসীর জন্য সরকারি চাকরি, পদ ১৫৯       স্বাস্থ্যের রংপুর বিভাগীয় পরিচালক ফজলুল হক কারাগারে      

 width=
 

বঙ্গোপসাগরে মালয়েশিয়াগামী ট্রলারে গুলি, নিহত ৫

বুধবার, ১১ জুন ২০১৪, দুপুর ০৪:৪৪

এতে অন্তত ২০ জন আহত হয়েছে বলে জানা গেছে। তবে কে বা কারা গুলি করেছে তা জানা না গেলেও একটি সূত্র জানিয়েছে মিয়ানমারের সীমান্ত রক্ষী বাহিনীর সদস্যরা গুলি বর্ষণ করে থাকতে পারে। গুলি মিয়ানমার সীমান্ত এলাকা থেকেই এসেছে। তবে মিয়ানামার সীমান্ত রক্ষীবাহিনীর (বিজিপি) পক্ষ থেকে কিছু বলা হয়নি।

এদিকে অন্য একটি সূত্র জানিয়েছে, সমুদ্রপথে মালয়েশিয়াগামী ট্রলারে গুলি চালিয়েছে মানবপাচারকারীরা। 

ওই ট্রলারে থাকা নরসিংদীর বীরপুর এলাকার মিঠুন নামের এক ব্যক্তি এ ব্যাপারে ফোন করে সহায়তা চেয়েছেন। আজ বেলা সাড়ে ১১টার দিকে তিনি বলেন, ভাই, আমরা ৩০০ মানুষ সাগরে ভাসতেছি। আমাদের বাঁচান, ভাই।

টেকনাফ কোস্টগার্ডের স্টেশন কমান্ডার লে. কাজী হারুনুর রশীদ বলেন, বিষয়টি আমরাও জেনেছি। বিকল হওয়া ট্রলার থেকে একজন ফোনে বিষয়টি জানালে আমরা সেন্টমার্টিন থেকে কোস্টগার্ড সদস্যদের পাঠিয়ে দিয়েছি। তিনটি উদ্ধারকারী ট্রলার নিয়ে টেকনাফ থেকেও রওনা দেওয়া হচ্ছে। তবে এখনো নিশ্চিত হওয়া যায়নি—ঠিক কোন জায়গায় ট্রলারটি বিকল হয়েছে। ট্রলারটির কাছাকাছি গেলে সব বোঝা যাবে।’

মন্তব্য করুন


 

Link copied