Templates by BIGtheme NET
আজ- মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২০ :: ১২ কার্তিক ১৪২৭ :: সময়- ৩ : ৪৫ পুর্বাহ্ন
Home / টপ নিউজ / ভিসি বিরোধী আন্দোলনে সংহতি প্রকাশ করেছে রংপুর জেলা আ’লীগ

ভিসি বিরোধী আন্দোলনে সংহতি প্রকাশ করেছে রংপুর জেলা আ’লীগ

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ভিসি বিরোধী আন্দোলন এর সাথে একত্বতা ঘোষণা করেছে রংপুর জেলা আওয়ামীলীগ নেতারা।

দুপুরে জেলা আ’লীগ নেতারা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এসে আন্দোলনকারী শিক্ষার্থীদের সাথে কন্ঠ মিলিয়ে তারাও ভিসি আব্দুল জলিলের পদত্যাগ দাবী করে। এবং বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষকের উপর এসিড নিক্ষেপের ঘটনার নিন্দা জানিয়ে এর সাথে জরিতদের গ্রেফতার  করে দ্রুত শ্বাস্তি দাবী করেন।

এ সময় জেলা আ’লীগের সভাপতি মনসুর আহম্মেদ সাধারণ সম্পাদক রাজু সহ শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ভিসি বিরোধী আন্দোলন কেন্দ্র করে বৃহস্পতিবার সকালে বাংলা বিভাগের প্রভাষক ড.তুহিন ওয়াদুদ এবং ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক মতিউর রহমান এর উপর এসিড নিক্ষেপ করেছে দুবৃত্তরা। তাদের দুই জনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।  রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. গোলাম মোস্তফা বলেন, আহত ওই দুই শিক্ষকের চোখের ওপরে ও মুখমণ্ডল অ্যাসিডে ঝলসে গেছে। তবে তাদের চোখ নষ্ট হওয়ার আশঙ্কা নেই। এ সময় আরও আহত হয়, গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ও মুক্তিযুদ্ধের চেতনায় সম্মিলিত শিক্ষক সমাজের আহ্বায়ক আর এম হাফিজুর রহমান ও হিসাববিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক আপেল মাহমুদ।

এ দিকে এ ঘটনার প্রতিবাদে এবং ভিসি পদত্যাগ না করা পর্যন্ত আমরণ অনশন কর্মসূচী ঘোষণা করেছে।

Social Media Sharing

ăn dặm kiểu NhậtResponsive WordPress Themenhà cấp 4 nông thônthời trang trẻ emgiày cao gótshop giày nữdownload wordpress pluginsmẫu biệt thự đẹpepichouseáo sơ mi nữhouse beautiful